সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আজ আপনার উদ্যম তুঙ্গে থাকবে। নতুন কোনও কাজ শুরু করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, যা আপনার উন্নতির পথ খুলে দেবে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
বৃষ রাশি: সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সমাজে সম্মান বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। অযথা খরচ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে। শিক্ষার্থীরা কোনও সুযোগ পেতে পারেন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
মিথুন রাশি: নতুন সম্পর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। পিতার সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ ঘটতে পারে। মানসিক কষ্ট পেতে পারেন। নিজেকে সংযত করুন। অযথা বিতর্ক এড়িয়ে চলুন। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সাবধানে গাড়িতে ওঠা-নামা করুন।
কর্কট রাশি: পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও, নিজের ধৈর্য দিয়ে সেগুলো মোকাবেলা করতে পারবেন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় খরচ বাড়তে পারে।
সিংহ রাশি: পরিশ্রমের মূল্য পাবেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের পরিকল্পনা থাকলে, তা ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে নয়া মোড় আসবে। বিকেলের পর কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি: যেকোনও সমস্যা সমাধানের জন্য বিশ্লেষণাত্মক ক্ষমতা কাজে লাগান। আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ছোটখাটো ঝামেলা এড়িয়ে চলুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা।
তুলা রাশি: সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি কথা বলুন। কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসবে। আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা।
বৃশ্চিক রাশি: গোপন কোনও তথ্য আপনার কাজে আসতে পারে। কর্মক্ষেত্রে একটু সাবধানে সিদ্ধান্ত নিন। আর্থিক বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো। পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দিন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। ধৈর্য ধরুন।
ধনু রাশি: আপনার ইতিবাচক মনোভাব আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক দিক থেকে ভালো সুযোগ মিলতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্র হোক কিংবা ব্যবসায়িক সিদ্ধান্ত, ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগে চিন্তা করুন।
মকর রাশি: কর্মজীবনে আজ বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার পরিশ্রমের ফল শীঘ্রই পাবেন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
কুম্ভ রাশি: আজ দিনের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে নতুন উপার্জনের পথ খুলতে পারে। প্রেমের ক্ষেত্রে দারুণ সময় কাটবে। মানসিক শান্তি বজায় থাকবে।
মীন রাশি: অযথা আবেগপ্রবণ হয়ে উঠবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মনকে শান্ত রাখুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.