Advertisement
Advertisement
Ajker Rashifal

২২ আগস্ট রাশিফল: কৌশিকী অমাবস্যা তিথিতে আজ কপাল খুলবে কাদের?

জেনে নিন আজকের রাশিফল।

ajker rashifal daily horoscope on 22 August 2025 in Bengali
Published by: Buddhadeb Halder
  • Posted:August 22, 2025 12:12 am
  • Updated:August 22, 2025 12:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রাশি ছেড়ে আজ চাঁদের গোচর ঘটবে সিংহ রাশিতে। তাছাড়া আজ ভাদ্র কৃষ্ণা চতুর্দশী তিথি। বিভিন্ন রাশির জাতকদের উপর থাকবে বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাব। একইসঙ্গে জাতকদের জীবনে পড়বে অশ্লেষা নক্ষত্র ও মঘা নক্ষত্রের প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা সম্পদ ও প্রতিপত্তি লাভ করবেন। কোন কোন রাশির কপাল খুলবে আজ! জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

মেষ রাশি: ব্যবসায় ভালো সময় আসবে। অর্থ প্রাপ্তি ঘটবে। সঞ্চয়ের দিকে মন দিন। সপরিবারে ভ্রমণের শুভ যোগ রয়েছে। সন্তানের জন্য অযথা চিন্তা করবেন না। দাঁতের ব্যথায় কষ্ট পাবেন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: ব্যবসায় বড় সাফল্য মিলবে। অপ্রত্যাশিত অর্থ লাভ। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নতুন যোগাযোগ। স্ত্রীর পরামর্শ মেনে চলুন। ভ্রমণের শুভ যোগ রয়েছে। মা-বাবার শরীরের প্রতি যত্ন নিন। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: সম্পত্তি কেনার-বেচার সুযোগ মিলতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে ঘাত-প্রতিঘাত বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান হোন। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের সব ইচ্ছে আজ পূর্ণ হবে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাফল্য আসবে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। বিনিয়োগের জন্য দিনটি শুভ। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। আজকের দিনে জল-ভ্রমণ এড়িয়ে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কোনও দুঃসংবাদ পেতে পারেন। নিজের দায়িত্ব থেকে সরবেন না। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: আজ বিনিয়োগে লাভবান হবেন। সৃজনশীল কাজে মিলবে সাফল্য। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বিলাসিতা ও আরাম-আয়েসে সময় কাটবে। ব্যবসায় ভালো কোনও সুযোগ পেতে পারেন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। উন্নতির যোগ রয়েছে। আর্থিক যোগ শুভ। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে নয়া মোড়। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: আপনার দৃঢ় মানসিকতা আপনাকে পথ দেখাবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের জন্য গর্ব বোধ করবেন। দিনের শেষে মানসিক চাপ কমবে। 

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। ধর্মে আগ্রহ বাড়বে।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: প্রেমের সম্পর্কে সমস্যা তৈরি হবে। তর্ক-বিতর্কে না যাওয়াই শ্রেয়। মিথ্যার আশ্রয় নেবেন না। সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ। বন্ধুদের কাছে আর্থিক সাহয্য পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। চোট লাগা পুরনো ব্যথা চাগাড় দিয়ে উঠতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: কর্মেক্ষেত্রে পদোন্নতি। স্বর্ণ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ