সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশি (Horoscope)। সেই রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জেনে নিন আজ, সোমবারের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আজকে স্বাস্থ্য ভালোই থাকবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পরিবারকে নিয়ে তীর্থস্থানে যেতে পারেন। বিবাহিতদের স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে।
বৃষ রাশি: কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজকে ফেরত পেতে পারেন। হঠাৎ পারিবারিক খরচ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিতা। অফিসের কাজে অনেকক্ষণ কর্মক্ষেত্রে থাকতে হতে পারে। স্বাস্থ্য সুস্থ রাখতে যোগব্যয়াম করুন।
মিথুন রাশি: আজকে বাড়িতে অথিতি আসতে পারে। তবে ব্যস্তার কারণে তাঁদের সময় দেওয়া মুশকিল হবে। একাধিক উপায়ে আয় বাড়তে পারে। ব্যবসা করলে বিশেষ নজর দিন।
কর্কট রাশি: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালোই কাটবে। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাবা-মার কোনও ইচ্ছাপূরণ হতে পারে। দিনের শেষে বন্দুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। শিক্ষার্থীরা ভালো সংবাদ পাবেন।
সিংহ রাশি: কোনও জায়গায় বিনিয়োগের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে
উচ্চপদস্থ কর্তার সুনজরে পড়বেন। বাড়িতে অতিথি সমাগম হবে। কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও সমস্যার মুখে পড়লে এড়িয়ে যাবেন না।
কন্যা রাশি: মিডিয়া ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে দিনটি শুভ খবর নিয়ে আসবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোনিবেশ করুন। আর্থিক অবস্থা ঠিকই থাকবে।
তুলা রাশি: গুরুজনদের থেকে পাওয়া পরামর্শ বিপদ থেকে উদ্ধার করবে। কোনও পারিবারিক ঘটনা মানসিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। আর্থিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শরীর ঠিক রাখতে ব্যয়াম করুন।
বৃশ্চিক রাশি: কিছুক্ষণের আনন্দের জন্য এমন কাজ করবেন না যার জন্য সারাদিন খারাপ কাটবে। কর্মক্ষেত্রে অগ্রগতি। ভাই-বোনের সমর্থন পাবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করুন।
ধনু রাশি: ব্যস্ততম দিন। দিনের শেষে ক্লান্তি আসতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক সাহায্য আর্থিক দিক উন্নতি করবে। বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে তা ভালো ভাবেই সম্পূর্ণ হবে। নিজের ব্যবসা থাকলে পণ্য ও পরিষেবায় নজর দিন।
মকর রাশি: স্বাস্থ্য ভালো রাখতে রাস্তার খাবার এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তার সুনজরে পড়তে পারেন। বিদেশ ভ্রমণের বাধা কেটে যাবে। সামাজিক ক্ষেত্রে যোগযোগ বাড়বে।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে আপনার দেওয়া পরামর্শ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পছন্দ হতে পারে। ব্যবসায়ে লাভ হবে। যা আর্থিকস্থিতি শক্তিশালী করবে। স্বাস্থ্য ভালোই থাকবে।
মীন রাশি: কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। পারিবারিক জীবনে কিছুটা চাপ বা মতবিরোধ দেখা দিতে পারে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ আরও বাড়তে পারে। শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন। সেই সুযোগ হাতছাড়া করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.