Advertisement
Advertisement
Ajker Rashifal

৩০ জুন রাশিফল: কন্যা রাশির জাতকদের আইনি সমস্যা থেকে মুক্তি! বাকিদের কেমন কাটবে?

কেমন কাটবে আজকের আপনার দিন।

Ajker Rashifal: Daily horoscope on 30 June in Bengali
Published by: Subhankar Patra
  • Posted:June 30, 2025 7:05 am
  • Updated:June 30, 2025 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবর খবরে আনন্দিত হই। কোনও সমস্যায় হতাশ হয়ে পড়ি। মানব চরিত্রে যা খুব স্বাভাবিক। প্রতিদিনের জীবনে উত্থান-পতন থাকে। জ্যোতিষশাস্ত্র সেই আগাম পূর্বাভাস দিতে পারে। জেনে নিন কেমন কাটবে আজকের আপনার দিন।

মেষ রাশি: ভাই-বোনদের থেকে আজ আর্থিক সহায়তা পেতে পারেন। স্ত্রী স্নেহশীল হবেন। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। মানসিক সমস্য়ায় ক্লান্তি এলে একটু থামুন। অতীত কী ছিল না, আজ কী আছে তা ভাবুন। বাচ্চাদের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

বৃষ রাশি: ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারে। যা আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে বলে অনুমান। সাবধানে চলাফেরা করুন। অফিসে বাগবিতণ্ডায় জড়াবেন না।

Ajker rashifal: Daily horoscope on 30 June

মিথুন রাশি: কর্মব্যস্ত দিন কাটবে। তবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালোই যাবে। এমন পরিস্থিতির মুখোমুখী হবেন যেখানে মন ও মস্তিক আলাদা কথা বলবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। জীবনসঙ্গী আপনাকে মুগ্ধ করবে।

Ajker rashifal: Daily horoscope on 30 June

কর্কট রাশি: আজকের দিনে প্রয়োজনে না বলতে শিখুন। অন্যজন কষ্ট পাবে ভেবে নিজের মনকে কষ্ট দেবেন না। কোনও ব্যক্তির পরামর্শ আর্থিকভাবে লাভবান করতে পারে। স্ত্রীর স্বাস্থ্য চিন্তায় রাখবে। অবসরের কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে।

Ajker rashifal: Daily horoscope on 30 June

সিংহ রাশি: নিজেকে সময় দিন। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়িতে বা একা সময় কাটান। স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থ খরচে সাবধানী হন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

কন্যা রাশি: আদালত সংক্রান্ত মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। অফিস বা ব্যবসায়িক স্থানে আপনার ভদ্র ব্যবহারের প্রশংসা করা হবে। সামাজিক স্তরে যোগাযোগ বাড়বে।

Ajker rashifal: Daily horoscope on 30 June

তুলা রাশি: স্বযত্নে লালিত স্বপ্ন আজকে পূর্ণ হতে পারে। কোনও সুযোগ পেলে হাতছাড়া করবেন না। অহেতুক সন্দেহ করবেন না। বাইরের খাবার এড়িয়ে চলুন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

বৃশ্চিক রাশি: যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। অফিসের প্রত্যেকের সঙ্গে ভাল ব্যবহার করুন। প্রয়োজন নেই এমন সামগ্রী কিনবেন না। তা আর্থিক অবস্থা দুর্বল করবে।

Ajker rashifal: Daily horoscope on 30 June

ধনু রাশি: আজকে সবকিছু মস্তিক দিয়ে চিন্তাভাবনা করবেন না। হৃদয়ের কথাও শুনুন।
আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনও প্রতিযোগীতায় জয় পাবেন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

মকর রাশি: অপ্রত্যাশিত ভাবে খুশির খবর পেতে পারেন। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

কুম্ভ রাশি: শান্তি বজায় রাখতে কোনও খারাপ কাজকে প্রশয় দেবেন না। যখন আপনি কোনও অভিমত দিচ্ছেন, তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন। ধর্মকর্ম মানসিক শান্তি দেবে।

Ajker rashifal: Daily horoscope on 30 June

মীন রাশি: উচ্চ ক্যালোরির যুক্ত খাবার এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি ঘটবে। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। যা মানসিক সমস্যা দূর করবে। জীবনসঙ্গীকে সময় দিন।

Ajker rashifal: Daily horoscope on 30 June

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement