সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আজ আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে স্থিতিশীলতা আসতে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান, এতে মানসিক শান্তি মিলবে। সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
বৃষ রাশি: আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না। ব্যবসার সঙ্গে জড়িত জাতকের শুভ যোগ রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
মিথুন রাশি: আপনার যোগাযোগ ক্ষমতা আজ আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পিতা-মাতার শরীর ভালো যাবে না। দুপুরের পর যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন।
কর্কট রাশি: আজ আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, যা আপনি সাফল্যের সঙ্গে পালন করবেন। আর্থিক বিষয়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি: আজ আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। সামাজিক কাজে অংশগ্রহণ করুন, সম্মান বৃদ্ধি পাবে। পিতার শরীরের অবনতি। চিকিৎসায় খরচ বাড়ার সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।
কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দিন। হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য ধরে মোকাবিলা করুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। কর্মস্থলে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় অতিরিক্ত আয়ের সম্ভাবনা। পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত।
তুলা রাশি: আজ আপনার সম্পর্কগুলিতে ফোকাস করুন। প্রেম বা দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। অংশীদারিত্বের ব্যবসা থাকলে ভালো লাভ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। দাঁতের ব্যথায় কষ্ট পাবেন।
বৃশ্চিক রাশি: আজ আপনার কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক জীবনে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করুন। স্বাস্থ্যের যত্ন নিন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও বড় সুযোগ পেতে পারেন।
ধনু রাশি: আজ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা পাবেন। আর্থিক দিক থেকে লাভজনক দিন। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা। চিকিৎসায় খরচ বৃদ্ধি।
মকর রাশি: আজ আপনার আর্থিক অবস্থা ভালো যাবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। তবে মানসিক চাপ বাড়তে পারে, মেডিটেশন সাহায্য করবে। যেকোনও সমস্যায় স্ত্রীকে পাশে পাবেন।
কুম্ভ রাশি: আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করবে। সামাজিক জীবনে সক্রিয় থাকুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে। আইনি পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।
মীন রাশি: আজ আপনার সৃজনশীলতা শক্তি প্রকাশ পাবে। নতুন কিছু শিখতে বা পুরনো শখ পূরণ হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, ঋণ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনও সুসংবাদ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.