Advertisement
Advertisement
Ajker Rashifal

৬ অক্টোবরের রাশিফল: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অর্থভাগ্য কেমন? জেনে নিন কী রয়েছে কপালে

কেমন কাটবে আপনার দিন?

Ajker Rashifal: Here are you daily horoscope for 6th October, 2025
Published by: Sayani Sen
  • Posted:October 6, 2025 12:10 am
  • Updated:October 6, 2025 12:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

মেষ রাশি: খরচের আগে ভাবনাচিন্তা করুন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে। সঞ্চয়ে মন দিন। বিনিয়োগের জন্য় দিনটি শুভ।  

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: লোন নিয়ে কেনাকাটির মানসিকতা বর্জন করুন। এএমআই মিটিয়ে এবার ঋণমুক্ত হওয়ার চিন্তাভাবনা করুন। ব্যবসায়ীদের প্রচুর টাকা লাভের সম্ভাবনা। তবে অর্থব্যয় না করে, সঞ্চয়ের পন্থা জানতে হবে।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থ সংকট ঘুচবে। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা। অর্থাগমের কোনও বড়সড় সুযোগ আসতে পারে। তা হাতছাড়া করবেন না। ভেবেচিন্তে পা ফেলে এগিয়ে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: বিনিয়োগ করুন। লাভবান হতে পারেন। সম্পত্তি কেনাবেচার সম্ভাবনা রয়েছে। তবে ভুল করেও অতিরিক্ত খরচের কথা ভাববেন না। পরিবারের সঙ্গে সময় কাটান। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: অর্থাগমের সম্ভাবনা রয়েছে। তবে শরীরের দিকে নজর দিন। আয়ের আশায় নিজের শরীর স্বাস্থ্যকে অবহেলা করবেন না। তাতে ব্যয় বেশি হবে। ছুটি কাটাতে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনও সুসংবাদ পেতে পারেন।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে শান্তিতে বাঁচুন। জীবনে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করুন। কে কী বলছে, সেসবে কান দেবেন না। নিজের কাজ নিজে করুন। কোনও কাজ ফেলে রাখবেন না। অর্থব্যয় হতে পারে।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: অর্থাগম হবে। তবে বেহিসাবি খরচ করার অভ্যাস আজই ত্যাগ করুন। বাড়ি কিংবা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ করতে পারেন। তাতে লাভবান হবন আপনিই।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: শরীর স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। বিশ্রাম নিন। অর্থাগম হলেও আজ বিনিয়োগ না করাই ভালো। বহুদিন ধরে পাওনা কোনও টাকা আজ ফেরত পেতে পারেন। বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: আইনজীবীদের মোটা টাকা আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটেও শুভ নয়। পরিবারের লোকজনের সঙ্গে আচমকা কাছেপিঠে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তবে বেশি টাকা খরচ করবেন না।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। তাঁকে দূরে ঠেলে সরিয়ে দেবেন না। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যার সমাধান হতে পারে। এই সময়ে আয় ভালোই হবে।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: দীর্ঘদিনের কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি বাড়িতে কিছুটা সময় কাটান। চাইলে বেরিয়ে আসতে পারেন। অর্থাগমের সম্ভাবনা নেই। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। এমন কিছু জীবনে ঘটতে পারে যাতে আপনি বিস্মিত হতে বাধ্য। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। আপনার কর্মদ্যোগী মনোভাবের জন্য প্রশংসা পেকে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তির মালিকানা পেতে পারেন। কাছের মানুষের থেকে উপহার পেতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ