Advertisement
Advertisement

Breaking News

Ajker Rashifal

২৪ সেপ্টেম্বরের রাশিফল: আয় নাকি শুধুই ব্যয়? জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে

আপনার দিন ভালো কাটুন।

Ajker Rashifal: Here are your daily horoscope for 24th September in Bengali
Published by: Sayani Sen
  • Posted:September 24, 2025 12:14 am
  • Updated:September 24, 2025 12:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মেষ রাশি:কোন কিছু আপনাকে অবাক করতে পারে। অর্থাগমের সম্ভাবনা। বিনিয়োগ করার আগে ভেবে সিদ্ধান্ত নিন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃষ রাশি: কোনও কাজ ফেলে রাখবেন না। সেরে ফেলুন। নইলে সমস্যা হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মিথুন রাশি: মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ভেবেচিন্তে খরচ করুন। অযথা খরচ করবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কর্কট রাশি: আপনি দয়ালু। কিন্তু অযাচিতভাবে কাউকে দয়া করতে যাবেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধান হোন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

সিংহ রাশি: সকলের সঙ্গে মিলেমিশে থাকুন। কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। কম কথা বলুন। সাবধানে পা ফেলুন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কন্যা রাশি: শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার শরীর ও মন বিরতি চাইছে। তাই বিরতি নিন। ছোট্ট বিরতি আপনার কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

তুলা রাশি: দিনটি শুভ। তবে অতিরিক্ত ব্যয় কমান। বুঝেশুনে খরচ করুন। বিনিয়োগ করতে পারেন। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃশ্চিক রাশি: আরও আত্মবিশ্বাসী হোন। আর তাতেই আপনি সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে পারবেন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

ধনু রাশি: সকলের সঙ্গে সহজে মিশে যাবেন না। না বলতে শিখুন। নিজের সমস্যার কথা ভাবুন। নইলে কেউ বিপদে ফেলতে পারেন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মকর রাশি: সব কিছু সমান গুরুত্ব দিয়ে ভাববেন না। অতিরিক্ত চিন্তাভাবনার ফলে শরীর খারাপ হতে পারে। নিজের শরীরের প্রতি নজর দিন। সাবধানে থাকুন। পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটান।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কুম্ভ রাশি: তাড়াহুড়ো করবেন না। সুসময় আসবে। অপেক্ষা করুন। সমস্যা সমাধানের চেষ্টা করুন। জয় আপনার হবেই। গণ্ডি স্থির করে দিন। তার মধ্যে অযাচিত কাউকে ঢুকতে দেবেন না। একদিন তাঁরাই আপনাকে কষ্ট দেবে।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মীন রাশি: ধীরে ধীরে দিনের শুরু হোক। তাড়াহুড়ো করবেন না। নিজের মনের ভাব সকলের কাছে প্রকাশ করবেন না। সকলের কথা শুনুন। তারপরই সিদ্ধান্ত নিন কিংবা মতামত প্রকাশ করুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ