সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: একটু অন্যরকম গতিতে জীবন চলতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে সাবধানে পা ফেলে এগিয়ে চলুন। কেউ আপনাকে হারাতে পারবে না। সাফল্য আসবেই।
বৃষ রাশি: আপনার আশপাশ আজ বড়ই অগোছালো। মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। এগিয়ে চলুন। কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি: আজকের দিনে অতীতের কথা আপনাকে বারবার ভাবাতে পারে। তবে সে সব কথা ভেবে দুঃখ পাবেন না। এগিয়ে চলুন। জীবন থমকে দাঁড়িয়ে থাকার নয়।
কর্কট রাশি: অর্থাগমের সুযোগ আসবে। তবে সেই সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। এগিয়ে চলুন। শরীর-স্বাস্থ্য সামান্য বেগ দিতে পারে। তা বলে ভেঙে পড়বেন না। এগিয়ে চলুন।
সিংহ রাশি: কেউ কেউ আপনাকে উদ্বেগে রাখার চেষ্টা করবে, তবে তাতে কান দেবেন না। সাবধানে ধীরে সুস্থে এগিয়ে চলুন। নইলে কোনও কাজই সঠিক হবে না। কারও কথায় কান দেবেন। সমালোচনা হোক কিংবা প্রশংসা তাতে গুরুত্ব না দেওয়াই ভালো।
কন্যা রাশি: দ্বিধাগ্রস্ত হয়ে সময় নষ্ট করবেন না। যা মন চায়, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন। তাতেই সাফল্য আসবে। কর্মক্ষেত্রে অশান্তিতে জড়াবেন না। পরিবারের লোকজনকে সময় দিন।
তুলা রাশি: আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ব্যস্ততার। তাই অযথা সময় নষ্ট করবেন না। এগিয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ শেষ করুন। ভুলভ্রান্তি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখুন। নইলে সমস্যায় পড়তে পারেন।
বৃশ্চিক রাশি: শরীর স্বাস্থ্য ভালো যাবে না। জোর করে কোনও কাজ করতে যাবেন না। সাবধান হোন। প্রয়োজনে পরিশ্রম নিন। তাড়াহুড়ো করে নইলে বিপদে পড়তে পারেন। বিনিয়োগ শুভ। আজ কোথাও বিনিয়োগ করতে পারেন।
ধনু রাশি: আপনার মূল্যবোধ ক্ষুন্ন হবে, এমন কাজ করবেন না। মনে রাখবেন, সততা এবং সত্যের প্রতি অবিচল থাকার অভ্যাসই আপনার ইউএসপি। তাকে সম্বল করেই এগিয়ে চলুন। উন্নতি হবেই।
মকর রাশি: কাজের ব্যস্ততা থাকবে। তবে দায়িত্ব, কর্তব্য পালন করতে ভুলবেন না। পরিবারের লোকজনকে সময় দিন। নিজেকে সময় দিন। বিশ্রাম নিন। রোজকার জীবনের ব্যস্ততায় শরীর খারাপ হওয়ার আশঙ্কা। তাই সাবধান হোন।
কুম্ভ রাশি: অনিশ্চয়তায় ভুগবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। সাফল্য আসবেই। আর্থিক সমস্যায় ভুগতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য সময়টা তেমন ভালো নয়।
মীন রাশি: চুপ করে থাকবেন না। নিজের সমস্যা খুলে বলুন। আপনার বলা সত্যি কথা অন্যের খারাপ লাগার কারণ হতে পারে। ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। তবে একদিন না একদিন সে আপনাকে বুঝবেই। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনও কাজ আপনাকে গর্বিত করতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.