সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। মহাষ্টমীর দিন কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: আজকের দিনটি আপনার পক্ষেই থাকবে। ঠান্ডা মাথায় কাজ করুন। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। নিজের বুদ্ধিবলে সমস্যা থেকে মুক্তি পাবেন। লক্ষ্যে স্থির থাকুন। সাফল্য আসবেই।
বৃষ রাশি: ধৈর্য ধরতে শিখুন। সাফল্য একদিনে আসে না, সেটা আপনাকে বুঝতে হবে। নীরবে কাজ করে যান। অর্থের দিক ঠিক থাকবে। তবে অহেতুক খরচ করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন।
মিথুন রাশি: কোনও আলোচনায় একাই কথা বলে যাবেন না। অন্যের কথাও শুনুন। বিতর্ক এড়িয়ে চলুন। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন।
কর্কট রাশি: আজকের দিনে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না। অহেতুক চাপ নেবেন না। বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। বাইরের খাবার এড়িয়ে চলুন।
সিংহ রাশি: সবার কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন।
কন্যা রাশি: দিনটি শুভফল নিয়ে আসবে। পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান। আজকে হৃদয়ের কথা শুনুন। বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা রাশি: কোনও সমস্যা দেখা দিলে তা এড়িয়ে যাবেন না। সবাইকে নিজের অনুভূতি বোঝাতে যাবেন না। অর্থ বুঝেশুনে খরচ করুন। না হলে অর্থনৈতিক সমস্য়ায় পড়তে পারেন।
বৃশ্চিক রাশি: মনে রাখবেন অনেক সময় নীরব থাকা কোনও প্রশ্নের সেরা উত্তর। স্বাস্থ্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। দিনটি আপনার অনুকূলেই থাকবে।
ধনু রাশি: কোনও পরিকল্পনা ভেস্তে যেতে পারে। যে কাজ আপনার হাতের বাইরে, তা করতে যাবেন না। টাকা পয়সার হিসাব রাখুন। মানিব্যাগ হারিয়ে যেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
মকর রাশি: নিজের উপর আস্থা রাখুন। পেটের গোলমাল ভোগাতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। কোনও সমস্যা দেখা দিলে পরিবারের সঙ্গে আলোচনা করুন। স্ত্রীর ভালোবাসা পাবেন।
কুম্ভ রাশি: নিজের যত্ন নেওয়া প্রয়োজন। আজকের দিনে বিশ্রাম নিন। সঠিক সময়ে খাবার খান। দিনটি আপনার অনুকূলেই থাকবে।
মীন রাশি: স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়াম করুন। অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে। আপনার প্রত্যাশামাফিক ফল না পেলে হতাশ হবেন না। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.