সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিফল (Ajker Rashifal) আমাদের প্রাত্যহিক জীবনে দিকনির্দেশনা দেয়। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের কর্ম ও সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। এটি শুধু যে আত্ম-সচেতনতা বৃদ্ধি করে তা নয়। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। আসুন জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটবে।
মেষ রাশি: পরিবারে কারও সঙ্গে বিবাদে জড়াতে পারেন। আর্থিক সমস্যা দেখা দেবে। মাথাগরম করবেন না। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। পেটের সমস্যায় ভুগবেন। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটবে।
বৃষ রাশি: মানসিক চাপ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য ভালো। পেশাগত ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। স্ত্রীর সঙ্গে মতানৈক্যের ফলে সংসারে অশান্তি বৃদ্ধি। বন্ধুদের ব্যবহারে কষ্ট পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি।
মিথুন রাশি: আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। সম্পত্তি লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ভ্রমণের শুভ যোগ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি করতে পারে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। হাঁটাচলা খুব সাবধানে করুন।
কর্কট রাশি: অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব অর্জন। স্ত্রীর জন্য মনোবল অটুট থাকবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আগমন ঘটতে পারে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বিদ্যার্থীদের জন্য বিশেষ সুযোগ আসবে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।
সিংহ রাশি: অর্থভাগ্য ভালো। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দুপুরের পর কোনও গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হন। উঁচু স্থান থেকে পতন হওয়ার আশঙ্কা রয়েছে। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয়, সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
কন্যা রাশি: শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি করবেন না। বড় কোনও সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে মানসিক শক্তি যোগাবে। ভ্রমণের শুভ যোগ রয়েছে। বন্ধুদের ব্যবহারে কষ্ট পেতে পারেন।
তুলা রাশি: বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি বজায় থাকবে। বাবা-মায়ের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন। ভালো আচরণের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুরের দিকে ব্যবসা ভালো হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পেটের সমস্যায় ভুগবেন।
বৃশ্চিক রাশি: সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। ব্যবসায় লাভের মুখ দেখবেন। সকলে মিলে দূরে ভ্রমণ হবে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। কোমরের ব্যথায় কষ্ট বাড়বে। সন্তানের জন্য মানসিক চাপ বাড়তে পারে।
ধনু রাশি: আর্থিক ভাগ্য খুব ভালো। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ঘটবে। যেকোনও সিদ্ধান্তই আজকের জন্য আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। পিতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে।
মকর রাশি: কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। আপনার পরিশ্রমের যথার্থ মূল্য পাবেন। শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসার সম্ভাবনা। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তিরক্ষা। সন্তানের সাফল্যে গর্বিত হবেন।
কুম্ভ রাশি: ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন। যেকোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুপুরের পর নিন। পিতার শারীরিক সমস্যায় খরচ বাড়বে। পুরনো শত্রুতা মিটে যাবে। ভ্রমণে শুভ যোগ রয়েছে।
মীন রাশি: ব্যবসায় সমস্যা বাড়তে পারে। কাছের বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। কোনও ঝামেলায় হঠাৎ করে জড়িয়ে পরতে পারেন। আইনি সমস্যা এড়িয়ে চলুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.