Advertisement
Advertisement
Ajker Rashifal

২৮ সেপ্টেম্বর-৪ অক্টোবর ২০২৫ Horoscope: কোন রাশির কেমন কাটবে পুজো?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Ajker Rashifal: Weekly Horoscope from 28 September to 4 October 2025 in Bengali
Published by: Biswadip Dey
  • Posted:September 28, 2025 10:08 am
  • Updated:September 28, 2025 12:26 pm   

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় রবি ও বুধ, তুলায় মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২ অক্টোবর ভোররাত্রিতে বুধ তুলায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

মেষ

aries1সপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকলেও পরের দিকে এই সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পাবেন। তবে ব‌্যবসা করলেও নিশ্চিতরূপে সাফল‌্য আসবে। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। অসময়ের জন‌্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছে অপমানিত হতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দানধ‌্যান করতে পারেন। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। যঁারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান তঁাদের সময়টি শুভ।

বৃষ

taurusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। বন্ধু-বান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের কাউকে পাশে পাবেন না। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিনে‌্য যাবেন না। বহুদিন ধরে চলা কোনও অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ‌্যমে অগ্রসর হোন। সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনও ভালো কাজের খবর আসতে পারে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। কোনও মূল‌্যবান সামগ্রী এই সময় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা।

মিথুন

jeminiসপ্তাহের শুরুতে স্বাস্থ‌্য ঠিক থাকলেও অতিরিক্ত কাজের জন‌্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। সপ্তাহের মধ‌্যভাগে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। প্রতিবেশীর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সাংসারিক অশান্তি মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নিন।

কর্কট

cancerকর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভালোই পাবেন। কন‌্যাসন্তানের বিদ‌্যালাভের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য গর্বিত বোধ করবেন। অর্থের প্রাচুর্য‌ থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। সপরিবার আনন্দমুখর দিনগুলি কাটানোর চেষ্টা করুন। অর্থের প্রাচুর্য‌ থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। ভাইবোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুবান্ধবের কাছে নিজের টাকাপয়সা নিয়ে কোনও অালোচনা করবেন না। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের যোগ আছে। আমদানি ও রপ্তানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ।

সিংহ

leoসপ্তাহের শুরুতে সংসারে সুখশান্তি বজায় থাকবে। ব‌্যবসায় অাপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব অাপনাকে অারও এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরূপী শত্রুর থেকে সাবধানে থাকবেন। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে অগ্রসর হতে পারেন। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো যাবে না। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য জাতকের ঋণের অাবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিনে‌্য যাবেন না। সংক্রমণজনিত জ্বর-জ্বালা ও সর্দিকাশি থেকে সাবধানে থাকবেন।

কন্যা

virgoখরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত‌্যন্ত পারদর্শী হয়। তাদের হাতের কাজ কোনও মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের বন্ধুভাগ‌্য ভালো বলেই দেখা যাচ্ছে। সপ্তাহের মধ‌্যভাগে বিনিয়োগ ব‌্যাপারে সতর্ক হতে হবে। চিকিৎসক, অধ‌্যাপক ও অাইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। জমিজমায় বিনিয়োগ করা এই সময় লাভদায়ক হবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

তুলা

leoএই সপ্তাহে নতুন উদ‌্যমে ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। নিজের রোজগারের মধে‌্য সংসার চালানোর চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। পারিবারিক কারণে মানসিক অস্থিরতা কাজের বড় ক্ষতি করতে পারে। শত্রুরা কর্মক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। পিতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে আয়ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। যঁারা কর্মক্ষেত্রে টাকাপয়সা নিয়ে কাজ করেন তঁারা সতর্কভাবে কাজ করবেন। হস্তশিল্পীরা তঁাদের শিল্প-সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। বয়স্ক বাবা-মার একাকীত্বের জন‌্য কিছুটা সময় তঁাদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফলে‌্যর জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে। এই সময় সংসারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। বহুদিন ধরে চলা দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়।

ধনু

saggetariusকর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব‌্যবসার সুযোগ আসবে। রাজনীতিবিদরা জনসংযোগ ও সমাজ সেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। জমিবাড়ি কেনার আগে জমি-সংক্রান্ত কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। ব‌্যবসায়ীদের এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয়। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

মকর

capricornবিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। অনে‌্যর কথায় ফাটকা বা লটারিতে বিনিয়োগ করবেন না। উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব‌্যক্তিরা কর্ম পরিবর্তনের চেষ্টা করুন। নববিবাহিতদের নিজেদের মধে‌্য সম্পর্ক দৃঢ় করার জন‌্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। বন্ধুদের কাছ থেকে উপকৃত হতে পারেন। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি মধ‌্যম। সপ্তাহের শেষের দিকে বাড়ি অথবা ফ্ল‌্যাট কেনার পরিকল্পনা করতে পারেন। পিতার অসুস্থতার জন‌্য মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি।

কুম্ভ

aquariusব‌্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন‌্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বুঝেসুঝে মেলামেশা করুন। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মধ‌্যভাগে পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসবে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। বয়ঃসন্ধি কন‌্যাসন্তানের দিকে সজাগ দৃষ্টি রাখুন। পরিবারে সকলের জন‌্য কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না।

মীন

piscesসপ্তাহের শুরুতে অতিরিক্ত ব‌্যয় এড়িয়ে চলুন। এই রাশির জাতক-জাতিকার বিবাহিত জীবন সুখের হবে। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ‌্য করা যায়। সন্তানের চাকরির পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য সরকারি চাকরির সুযোগ আসবে। আর্থিক টানাপোড়েনের জন‌্য সংসারে অশান্তি হতে পারে, সংসারে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। ব‌্যবসায় সামরিক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ