Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Lifestyle

দেবীর বোধনের আগেই মহালক্ষ্মী রাজযোগ! পুজোয় এই রাশির জাতক-জাতিকারা ভাসবেন সুখের সাগরে

তালিকায় কোন কোন রাশি?

Durga Puja Lifestyle: These three zodiac signs will receive good news during Puja
Published by: Subhankar Patra
  • Posted:September 12, 2025 9:07 pm
  • Updated:September 12, 2025 9:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। বিশ্ব সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য অশুভ শক্তির বিনাশ করেন দেবী দুর্গা। মর্ত্যলোক আনন্দে ভরে ওঠে। প্রকৃতিও তার অপরূপ শোভায় মাকে বরণ করে। পুজোর চারদিন তৈরি হয় শুভ যোগ। যার সরাসরি প্রভাব পড়ে রাশিচক্রের প্রতিটি রাশির জাতক-জাতিকার উপর। সেই যোগে পুজোয় কপাল খুলবে তিন রাশির জাতক-জাতিকার। অর্থ, স্বাস্থ্য, পারিবারিক ক্ষেত্রে উপকার পাবেন তাঁরা।

Advertisement

Durga Puja Lifestyle: These three zodiac signs will receive good news during Puja

পুজোর সময় কোন যোগ তৈরি হবে? 
২৪ সেপ্টেম্বর রাত ২টো ৫৫ মিনিটে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মঙ্গল এই রাশিতে আগে থেকেই বিরাজমান। চন্দ্র ও মঙ্গলের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। যা শুভ বার্তা নিয়ে আসবে এই তিন রাশির জন্য।

মকর রাশি: দুর্গাপুজোর সময় এই মহালক্ষ্মী রাজযোগে মকর রাশির জাতক-জাতিকারা ব্যাপক ভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। সংসারে সুখ থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। অনেকদিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে চাপ কাটবে। সার্বিকভাবে পুজোর সময় দারুণ ফুরফুরে মেজাজে কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Durga Puja Lifestyle: These three zodiac signs will receive good news during Puja

সিংহ রাশি: দীর্ঘদিন ধরে পরিকল্পনা এই সময়ে সার্থক রূপ পাবে। কেরিয়ারে উন্নতির শীর্ষে উঠতে পারে এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা ঠিক থাকবে। চাকরিজীবীরা এই সময়ে বসের প্রশংসা পাবেন। প্রেমিকার সঙ্গে বিবাদ মিটে নতুন রূপে সম্পর্ক শুরু হবে। বিবাহিতদেরও জন্য সময়টা শুভ। স্বামী -স্ত্রী সব মনোমালিন্য ভুলে আরও কাছাকাছি আসবে তাঁরা। পরিবারে সুখ থাকবে।

Durga Puja Lifestyle: These three zodiac signs will receive good news during Puja

তুলা রাশি: পুজোর সময় রাজযোগের ফলে এই রাশির জাতক-জাতিকারা ব্যবসায় উন্নতি করবে। চাকরিজীবীদের জন্যও সময়টা শুভ। তাঁরা পদোন্নতি পেতে পারেন। অনেকদিন ধরে আটকে থাকে কাজ গতি পাবে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক বিবাদ মিটে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ