সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাতত্ত্বে লুকিয়েই জীবনের সব হিসেব। স্বভাব কেমন, ভাগ্য কেমন, কোন পথে এগোলে সুন্দর হবে ভবিষ্যৎ, সবটাই জানা যায় জন্ম সংখ্যার ভিত্তিতে। চলুন জেনে নেওয়া যাক, ২ জন্ম সংখ্যার জাতকরা ঠিক কেমন।
জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ২৯, তাহলে বার্থ নম্বর হবে ২+৯= ১১। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ২+৯= ১১ (১+১) হবে ২। অর্থাৎ জন্ম সংখ্যা হল ২। একইভাবে ২, ১১, ২০, ২৯ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্মসংখ্যাই ২।
তথ্য বলছে, ২ জন্ম সংখ্যার রুলিং প্ল্যানেট অর্থাৎ অধিপতি হল চন্দ্র। ঘনঘন নিজের অবস্থান বদল করে চাঁদ। তাই ২ সংখ্যার জাতকরা খুব সংবেদনশীল, স্পর্শকাতর হন। এরা দয়ালুও বটে। অন্যের বিপদে সর্বদা সাহায্যের চেষ্টা করেন। সঙ্গীর পাশে থাকেন। এরা পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন। তবে এরা খুব অলসও। মুড সুইং এই জাতকদের সব থেকে বড় সমস্যা।
ইতিবাচক দিক- এরা ভীষণ ইমোশনাল। পার্টনারের প্রতি অত্যন্ত লয়াল থাকেন এই জাতকরা। এরা যে কোনও কাউকে সাহায্য করতে সদা প্রস্তুত।
নেতিবাচক দিক- এরা যে কোনও বিষয়ের গভীরে চলে যায়। যা পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মুড সুংইয়ের কারণে অনেক সময়েই আত্মহননের চিন্তাভাবনা ঘুরপাক খায় এদের মাথায়।
পেশা- ২ সংখ্যার জাতকরা কাউন্সেলর হিসেবে কাজ করতে পারেন। এবার যে কোনও সমস্যার উপশমকারী হতে পারেন। যদি আপনি যোগা বা মেডিটেশন পছন্দ করেন, এটাও হতে পারে আপনাদের জন্য বেস্ট কেরিয়ার অপশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.