Advertisement
Advertisement

Breaking News

Numerology

ধার্মিক, বিবেচনা করে সিদ্ধান্ত নেন! জানেন ৩ জন্ম সংখ্যার জাতকদের বিশেষত্ব?

জানেন, আপনার জন্য সেরা পেশা কোনটি?

Here is characteristics and career of numerology 3
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2025 3:14 pm
  • Updated:June 1, 2025 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন অনিশ্চিত। আগামিকাল কী হবে, তা আমাদের অজানা। তা সত্ত্বেও এমন কিছু জিনিস রয়েছে, যা বিচার বিবেচনা করে, আগামীর ইঙ্গিত খানিকটা পাওয়া যায়। তেমনই একটি বিষয় হল জন্ম সংখ্যা। যা থেকে আন্দাজ পাওয়া যায়, স্বভাব, চিন্তাভাবনা, এমনকী কোন পথে এগোলে ভবিষ্যৎ সুন্দর হতে পারে। চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক, ৩ জন্ম সংখ্যার জাতকদের খুঁটিনাটি।

Advertisement

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ২৯, তাহলে বার্থ নম্বর হবে ২+৯= ১১। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ২+৯= ১১ (১+১) হবে ২। অর্থাৎ জন্ম সংখ্যা হল ২। একইভাবে ৩, ১২, ২১, ৩০ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্মসংখ্যা ৩।

তথ্য অনুযায়ী, ৩ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্য়ানেট অর্থাৎ পরিচালনা করে বৃহস্পতি। এরা ভীষণ সচেতন। সমঝোতায় বিশ্বাসী। এরা হঠকারি স্বভাবের একদমই নন, বরং বিবেচনা করে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। এরা খুব ধার্মিক স্বভাবের। এরা সু-পরামর্শদাতা। যদি আপনি কোনও বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে চোখ বন্ধ করে ৩ জন্ম সংখ্যার জাতকদের দ্বারস্থ হতে পারেন। ওরা আপনাকে সঠিক পথ দেখাবে।

ইতিবাচক দিক- এরা ইতিবাচক মানসিকতার। এরা আনন্দে বাঁচতে এবং অন্যদের আনন্দ দিতে ভালোবাসে। নিজের চিন্তাভাবনা, জ্ঞান ভাগ করে নেন। এরা সঙ্গীর প্রতি লয়াল থাকেন। এদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এই সংখ্যার জাতকরা খারাপ অভ্যাস থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেন।

নেতিবাচক দিক- এরা নিজেদের নিয়ে খুব একটা খুশি নন। সবসময় নিজেদের পারফেক্ট করার চেষ্টা চালাতে থাকেন। নিজেকে নিয়ে হীনমন্যতা কাজ করায় পার্টি, গেট টুগেদার এড়িয়ে চলার চেষ্টা করেন।

পেশা- শিক্ষকতা, কাউন্সেলর, দার্শনিক, লেখক-এগুলো ৩ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ পেশা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement