Advertisement
Advertisement
Numerology

যে কোনও সমস্যা মোকাবিলায় সদা প্রস্তুত, ৮ জন্ম সংখ্যার জাতকদের জীবন মোটেও সহজ নয়!

জানেন কোন পেশা এই জাতকদের জন্য আদর্শ?

here is characteristics and career of numerology 8
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 6, 2025 1:18 pm
  • Updated:June 6, 2025 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই নানান হিসেব নিকেশ। গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে জন্মতারিখ, সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যাতত্ত্বে লুকিয়ে জীবনের উত্থান-পতনের সংকেত। আপনার জন্ম সংখ্যাই বলে দিতে পারে আপনি কেমন মানুষ, আপনার ভাগ্য এগোবে কোন পথে। চলুন আজ জেনে নেওয়া যাক, ৮ জন্ম সংখ্যার জাতকরা ঠিক কেমন।

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৮, ১৭ ও ২৬ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্মসংখ্যাই ৮।

তথ্য বলছে, ৮ জন্ম সংখ্যার জাতকদের অধিপতি শনি। যা শুক্র, বুধ, রাহু ও কেতুর বন্ধু। তবে মঙ্গল ও সূর্যের শত্রু। জানা যাচ্ছে, এই জাতকরা বাণিজ্যে পারদর্শী। এদের কাছে কর্ম ঈশ্বরের সমান। শিক্ষক, সিনিয়রদের এরা ভীষণ শ্রদ্ধা করেন। খুব সুন্দর করে জীবনকে ব্যালান্স করতে পারেন এই জন্ম সংখ্যার জাতকরা। এরা ধার্মিক, প্রবলভাবে ঈশ্বরে বিশ্বাসী। যেকোনও জটিল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে পছন্দ করেন এরা। ফলে জীবন এদের মোটেও খুব একটা সহজ নয়। এদের কাছে লড়াইয়ের অপর নাম জীবন বললে খুব একটা ভুল বলা হবে না।

ইতিবাচক দিক- এই জাতকরা বাণিজ্যে পারদর্শী। এদের কাছে কর্ম ঈশ্বরের সমান। শিক্ষক, সিনিয়রদের এরা ভীষণ শ্রদ্ধা করেন। খুব সুন্দর করে জীবনকে ব্যালান্স করতে পারেন এই জন্ম সংখ্যার জাতকরা।

নেতিবাচক দিক- নানা সমস্যার মধ্যে দিয়ে এগোয় এদের জীবন। লড়তে হয় প্রতি মুহূর্তে। ভীষণ চেষ্টা ও পরিশ্রম সত্ত্বেও সর্বদা কাঙ্খিত ফল পান না। তবে এরা ভীষণ অলস প্রকৃতির। ধীরে সুস্থে যে কোনও কাজ করতে পছন্দ করেন।

পেশা- টেকনিক্যাল কাজে এরা অনেক দূর এগোতে পারবেন। স্টিল, আমদানি-রপ্তানি, ট্রেডিংয়ের পথে হাঁটলেও সাফল্য পাবেন এই জন্ম সংখ্যার জাতকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement