সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। আজ, ২২ জুন কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: পুরনো কিছু আঁকড়ে থাকবেন না। দিন শুরু করুন নতুন উদ্যমে। অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। পরিশ্রমের মূল্য পাবেন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। নিকট বন্ধুর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ। ভ্রমণের জন্য দিনটি শুভ।
বৃষ রাশি: অতিরিক্ত অর্থব্যয়ের আশঙ্কা রয়েছে। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন। আত্মবিশ্বাস বাড়বে। সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদে জড়াতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। পিতা-মাতার শরীর ভালো যাবে না। দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার আশঙ্কা।
মিথুন রাশি: নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশি সমস্যা এড়িয়ে চলুন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক চাপ থাকলেও নিজেকে সামলে নিতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। সন্তানকে নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না।
কর্কট রাশি: প্রেমে আনন্দলাভ। ভবিষ্যতে উজ্জ্বল সম্ভাবনা। বাড়তি খরচ কমান। সঞ্চয়ের চেষ্টা করুন। পরিবারের সকলকে সময় দিন। সন্তানের সাফল্যে আনন্দ লাভ। দুপুরের পর কোনও শুভ সংবাদ পেতে পারেন। ভ্রমণের জন্য আপনার আজকের দিনটি শুভ নয়।
সিংহ রাশি: অন্যের সঙ্গে খারাপ আচরণ করে মানসিক কষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। নিজের উপর আস্থা রাখুন। কাজের প্রতি মনোযোগ বাড়ান। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠুন। হঠাৎ করে অসুস্থ হয়ে উঠতে পারেন। নতুন বাড়ি নির্মানের পরিকল্পনা হতে পারে।
কন্যা রাশি: নিজেকে শান্ত রাখুন। বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মা-বাবার সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যেতে পারে, সাবধান হোন। ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা। বাইরের কারওর জন্য আপনার পরিবারে সমস্যা তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক ক্ষেত্রে মিশ্রফল। ভ্রমণের জন্য দিনটি অশুভ।
তুলা রাশি: প্রেমের জীবনে আনন্দ লাভ। প্রেমের সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। উচ্চ-রক্তচাপের রোগীরা সতর্ক হবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণে আলোচনা। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। চিকিৎসায় খরচ বৃদ্ধি হওয়ার আশঙ্কা।
বৃশ্চিক রাশি: আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও ব্যাপারে বিচলিত হবেন না। মনকে সংযত করুন। গুরুজনদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলুন। ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ভ্রমণের জন্য দিনটি অশুভ।
ধনু রাশি: প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। নিজের আবেগকে যথাযথ মর্যাদা দিন। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা। চাকরি ক্ষেত্রে পদোন্নতি। কারওর সঙ্গে বিবাদে যাবেন না। আইনি সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। পিতা-মাতার শরীরের যত্ন নিন।
মকর রাশি: বিবাহিত জীবনে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝামেলায় যাবেন না। ক্রোধকে সংবরণ করুন। পরিবারে অশান্তির আশঙ্কা। ব্যবসায় লাভের মুখ দেখবেন। হঠাৎ পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা। অর্থভাগ্য মধ্যম প্রকারের। মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সকলের কাছে গুরুত্ব পাবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। দুপুরের পর অশুভ যোগ। ব্যবসায় কোনও বড় সুযোগ আসতে পারে। রাস্তায় সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।
মীন রাশি: স্বাস্থ্য ভালোর দিকে যাবে। আর্থিক ভাগ্য ভালো। আয় বৃদ্ধির সম্ভাবনা। সম্পত্তি লাভের সুযোগ রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.