সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিকূল পরিস্থিতি হোক বা বারবার বিপদে পড়া। একাধিকবার হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ায় এঁরা। জীবন যুদ্ধে হেরে গিয়েও ফিরেও আসে। সাহসই মূল অস্ত্র এঁদের। ভুলেও এই পাঁচরাশির জাতক-জাতিকাদের পিছনে লাগতে যাবেন না।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাবগতভাবেই খুব আক্রমণাত্মক হন। মঙ্গল এদের অধিপতি। এরা সাহসী সঙ্গে আবেগপ্রবণও। কোনও বিপদ পালিয়ে না গিয়ে মোকাবিলা করতে দু’বার ভাবেন না। জয়ীও হন। তাই এদের কোনও ক্ষতি করার আগে দুইবার ভাবুন।
সিংহ রাশি: সাহসী রাশির তালিকা তৈরি করা হলে সবার আগে থাকবে সিংহ রাশি। সূর্য এদের অধিপতি। আত্মবিশ্বাস সব সময় তুঙ্গে থাকে। একটা রাজকীয় ভাব রয়েছে এদের মধ্যে। সব সময় সঠিক পথে চলে। অন্যের হয়ে দাঁড়াতেও ভয় পান না। তাই এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে দূরে থাকাই ভালো।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জেদ, খারাপ কিছু না ভোলার প্রবণতা নতুন করে কিছু বলার নেই। এই রাশির আভ্যন্তরীণ শক্তিকে অবমূল্যায়ন করা হলে তা বোকামি হবে। এরা সাহসী কিন্তু শান্ত। এই রাশির অন্যতম গুণ কেউ খারাপ ব্যবহার বা বিশ্বাসঘাতকতা করলে ভুলে যায় না। ঠিক প্রতিশোধ নিয়ে নেন।
ধনু রাশি: সাহসীদের তালিকায় রয়েছে ধনু রাশির জাতক-জাতিকারা। এদের ঝুঁকি নেওয়া ক্ষমতা অন্যদের থেকে আলাদা করে তোলে। কাউকে ভুলে যান না।
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকা নীবর থাকেন। তবে দৃঢ়তার সঙ্গে যে কোনও সমস্যার মোকাবিলা করে। সাতবার হোঁচট খেলেও আটবারের বার এরা উঠে দাঁড়াবেই। এদের সঙ্গে কোনও দিনও বিশ্বাসঘাতকতা করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.