Advertisement
Advertisement
Horoscope

রাহু ও কেতুর যোগে কালসর্প দোষ! ভুগবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা

২৮ জুলাই পর্যন্ত কালসর্প দোষের প্রভাব থাকবে বলে মত জ্যোতিষশাস্ত্রের।

Horoscope: Kalasarpa Dosha in 4 zodiac signs
Published by: Subhankar Patra
  • Posted:May 27, 2025 9:13 pm
  • Updated:May 27, 2025 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানসিক অবসাদ, জীবনের বিভিন্ন পদে বিপত্তি, আর্থিক সংকট। এই সমস্যাগুলি প্রত্যেক মানুষের জীবনে আসেই। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সমস্যাগুলি আসে কালসর্প দোষ বা পিতৃদোষের কারণে। আর এই দোষ তৈরি হয় জন্মছকে রাহু ও কেতু একই দিকে অবস্থান করলে। সঙ্গে অশুভ যোগও তৈরি করে।

১৮ মে রাহু ও কেতু রাশি পরির্বতন করে রাহু কুম্ভে ও কেতু সিংহ রাশিতে বিরাজমান। যার প্রভাব পড়েছে সব রাশিতেই। তৈরি হয়েছে কালসর্প দোষ। ২৮ জুলাই পর্যন্ত এই প্রভাব থাকবে। এই দোষের কারণে ৪ টি রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে।

সিংহ রাশি: সিংহ রাশিতে কেতু রয়েছে। অন্যদিকে রাহু এই রাশিতে সরাসরি দৃষ্টি দিয়েছে। তাই কর্ম নিয়ে এই রাশির জাতক-জাতিকাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকরিজীবীরা রাগের মাথায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার ক্ষেত্রে সংযম দেখাতে হবে।

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা জীবনে শনির সাড়েসাতি চলছে। কেতু এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে। এই দোষের ফলে এই সময়কালে শেয়ারে ব্যবসা করলে বিরোধিতার মুখে পড়তে হবে। প্রেমের জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

মীন রাশি: মেষ রাশির মতোই মীন রাশির জাতক-জাতিকার জীবনে সাড়েসাতি চলছে। তবে তা দ্বিতীয় পর্যায়ে। কালসর্প দোষের ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা। পথে চলাফেরায় সময় সাবধান থাকুন।

কুম্ভ রাশি: কুম্ভরাশিতে রাহু অবস্থান করছে। আবার সাড়েসাতির শেষ পর্যায়ে রয়েছেন এই জাতক-জাতিকারা। এই সময়কালে হঠাৎ কোনও কারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। ভুল পদক্ষেপ করলে তার মূল্য চোকাতে হবে। তাই হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement