সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বুধবার দেবস্নান তিথি। জগন্নাথের স্নানযাত্রা। পুরী থেকে দিঘা ও দেশজুড়ে জগন্নাথ মন্দিরে বলরাম-জগন্নাথ-সুভদ্রার স্নানযাত্রার উৎসব চলছে। এই পূণ্যতিথিতে লাভবান হবেন পাঁচরাশির জাতক-জাতিকারা। জগন্নাথদেবের আর্শীবাদে বদলে যেতে পারে জাতক-জাতিকাদের জীবন।
মকর রাশি: আজকের পূণ্যতিথিতে মকররাশির জাতক-জাতিকারা তাঁদের অর্থ সংকট থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ে ভালো আয়ের যোগ রয়েছে। কঠোর পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সামাজিক স্তরে খ্যাতি পেতে পারেন।
কন্যা রাশি: বাংলায় প্রবাদ রয়েছে সবুরে মেওয়া ফলে! কন্যারাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিও ঠিক সেই রকম। কর্মক্ষেত্রে মন লাগিয়ে কাজ করলে বড় সুযোগ পাওয়া যেতে পারে। স্বাস্থ্য ভালোই যাবে। বিবাহিত জীবনও ভালোই কাটবে।
তুলা রাশি: স্নানযাত্রায় প্রভুর কৃপা থাকবে তুলারাশির জাতক-জাতিকাদের উপরেও। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। তবে বাড়ির লোকের সঙ্গে মত পার্থক্য ঘটতে পারে। বড়দের বিরুদ্ধে যাবেন না। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়ালে উপকৃত হবেন। বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন।
বৃশ্চিক রাশি: দেবস্নান তিথিতে বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা প্রভুর আর্শীবাদে লাভবান হবেন। নিজেদের কঠোর পরিশ্রমের কারণে ভালো পদ পেতে পারেন। প্রেমে সাফল্য পাবেন।
মীন রাশি: স্নানযাত্রায় ব্যবসায়ী ভালো আয় করতে পারবেন। জগন্নাথ দেবের কৃপায় স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক দিক থেকে চাঙ্গা থাকবেন এরা। বেকাররা চাকরির সুযোগ পাবেন। সুযোগ হাতছাড়া করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.