সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা ভাঙ্গা। বলা হয়, তাঁর করে যাওয়া একাধিক ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তা সে ৯/১১-এ নিউ ইয়র্কে জঙ্গি হামলা হোক বা ডায়ানার মৃত্যু কিংবা সাম্প্রতিক কালে করোনা মহামারি, তাঁর বলা কথা মিলে গিয়েছে। নতুন বছরের আগে বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণী বলে দাবি করে বলা হচ্ছে, ২০২৫ সালে অভাবনীয় সাফল্য পেতে চলেছে তিনটি রাশি। সেগুলি হল কর্কট, বৃষ, মিথুন। আগামী বর্ষে এই তিন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্র-সহ পারিবারিক জীবনে সাফল্য পেতে চলেছেন। অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবেন তাঁরা।
কর্কট রাশি: আগামী বর্ষে এই রাশির জাতক-জাতিকার জীবনে আসতে চলেছে দারুণ সময়। একাধিক সুযোগ পাবেন জাতক-জাতিকারা। সেইগুলি কাজে লাগালে অর্থনৈতিক দিক খুব শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পদোন্নতি হতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য সুর্বণ সময় বলে অনুমান। পারিবারিক সম্পর্ক মজবুত হবে।
বৃষ রাশি: ২০২৫ সাল এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। কর্মক্ষেত্রে জাতক-জাতিকারা সাফল্য পাবেন। উচ্চপদস্থ আধিকারিকদের থেকে প্রশংসা পাবেন। সহকর্মীদের সর্মথন পাওয়া যাবে। এই বছরে দীর্ঘ দিন ধরে করা পরিশ্রমের ফল পাবেন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে।
মিথুন রাশি: নতুন বর্ষে মিথুন রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বাবা-মা ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যক্তিগত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। মোটা অঙ্কের টাকা পেতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.