সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের অন্ধগলিতে চলার পথে প্রতিকূলতা আছে! আছে উত্থান-পতন। থাকে প্রচুর প্রতিদ্বন্দ্বীও। আপনার একটা ভুলের সুযোগের লাভ তারা নেবেনই। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতক-জাতিকারা প্রবল প্রতিদ্বন্দ্বী স্বভাবের হয়ে থাকেন। কেউ তাঁদের সঙ্গে খারাপ আচরণ করলে বা পিছনে ফেলে এগিয়ে গেলে পালটা জোরদার ‘আক্রমণ’ করে এই রাশির জাতক-জাতিকারা। সেই তালিকায় নাম রয়েছে, কন্যা, বৃশ্চিক, মকর রাশির নাম।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাবগতভাবে হারকে পছন্দ করে না। খুব কৌশলে, ভেবেচিন্তে পদক্ষেপ নেয় এরা। অন্যকে টপকে যেতে একের পর এক পরিকল্পনা করতে থাকেন। কিন্তু বাইরে থেকে তা বুঝতে দেয় না।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শুধু জিততে চান তা নয়, সঙ্গে নিজেদের আধিপত্য বিস্তারেরও চেষ্টা করে। এদের মধ্যে প্রতিযোগীতামূলক মনোভাব তীব্র ভাবে লক্ষ্য করা যায়। তবে দেখে তা বোঝার উপায় থাকে না। এরা নিজেদের প্রতীদ্বন্দ্বীকে কোনওদিন ভুলে না।
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা প্রচুর। নিজেদের লক্ষ্যে অবিচল থাকে তারা। এবং নিজেদের প্রতিদ্বন্দ্বীকে হারানোর পরই দম ফেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.