Advertisement
Advertisement

Breaking News

Horoscope

সহজেই কুনজরে পড়ে মনোবল ভেঙে যায় এই রাশির জাতকদের, রক্ষাবলয় বানাবেন কীভাবে?

তালিকায় কোন কোন রাশি?

Horoscope: These zodiac signs are easily prone to evil eye
Published by: Subhankar Patra
  • Posted:May 21, 2025 8:43 pm
  • Updated:May 21, 2025 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর মানুষের সঙ্গে ‘মোলাকাত’ হয়। তাঁদের চরিত্র ভিন্ন ধরনের। কেউ ইতিবাচকপূর্ণ, কেউ অহেতুক ভয় পান। কেউ আবার ‘ছুপা রুস্তম’। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অনেকের মধ্যেই নেতিবাচক প্রভাব বা কুনজর থাকে। এই কুনজরের দ্বারা রাশিচক্রের অনেক জাতক-জাতিকা প্রভাবিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট, সিংহ, মিথুন, বৃশ্চিক, মীন রাশির জাতক-জাতিকারা কুনজের বেশি প্রভাবিত হয়।

Advertisement

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা আবেগগতভাবে সংবেদনশীল হন। সহানুভূতিশীল মনোভাব এদের। নেতিবাচক শক্তির দ্বারা এরা খুব প্রভাবিত হয়। তার ফলে নিজেদের মেজাজ ঠিক রাখতে পারেন না, উদ্বেগ বাড়তে থাকে, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে থাকেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে অদ্ভূত ক্ষমতা রয়েছে। যাকে এক কথায় ‘ক্যারিশ্মা’ বলে। যার সাহায্যে একার দমে যে-কোনও কাজ উদ্ধার করে আনতে পারে। এই ক্ষমতায় তাঁদের প্রবলভাবে কুপ্রভাবের দিকে নিয়ে যায়। কুনজর পড়লে এদের আত্মবিশ্বাস কমতে থাকে। মেজাজ উগ্র হতে শুরু করে।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাবে বুদ্ধিমান ও নমনীয় প্রকৃতির হয়। তাঁদের এই ভালো গুণই অনেক সময় বিপদ ডেকে নিয়ে আসে। সহজেই এদের উপর খারাপ নজর পড়ে। কোনও বাজে বুদ্ধি বা সেই পথে চালিত হলে নিজেকে দিশেহারা মনে করেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের প্রবল ইচ্ছাশক্তি এবং তীব্র আকাঙ্ক্ষার জন্য পরিচিত। তবে নিজেদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, অহংকারের প্রবণতার কারণে তারা খারাপ দৃষ্টির শিকার হয়। এর প্রভাবে তাদের মেজাজ খারাপ হতে পারে। মনে হিংসার জন্ম হয়।

মীন রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়, মীন রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিক জগতের সাথে গভীর সম্পর্ক রয়েছে। এবং তারা অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকেন। মহাবিশ্বের প্রতি তাদের টানের ফলে খারাপ প্রভাবের কবলে পড়েন। এর প্রভাবে এরা ভয়ানক দুঃস্বপ্ন দেখতে পারে। দিক হারা নাবিকের মতো দশা হয় তাঁদের।

খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করার প্রতিকার:
১. ওম মন্ত্র বারবার জপ করুন।  
২. যোগব্যায়াম, ধ্যান বা প্রার্থনার মতো আধ্যাত্মিক কার্যকলাপে নিজেকে যুক্ত করুন।
৩. সব সময় ইতিবাচক মনোভাবাপন্ন মানুষের সঙ্গে দিন কাটানোর চেষ্টা করুন।
৪. যে-কোনও ধরনের গুজব, সমালোচনা থেকে নিজেকে দূরে রাখুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement