Advertisement
Advertisement
Horoscope

হতাশা কুরে কুরে খায়! এই পাঁচ রাশির জাতকদের সঙ্গী একাকিত্বই

তালিকায় কোন কোন রাশি?

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most
Published by: Subhankar Patra
  • Posted:August 30, 2025 3:42 pm
  • Updated:August 30, 2025 3:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের চলার পথে সঙ্গী সবার প্রয়োজন। কিছু মানুষ আছেন যাঁরা নিজের পার্টনারের সাহায্যে উন্নতির শীর্ষে পৌঁছয়। অনেকে নিজের মনের মানুষের থেকে দূরে যাওয়ায় একাকিত্বে ভুগতে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশি জাতক-জাতিকারা চরম ভাবে একাকিত্বে ভোগেন।

Advertisement

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড ভাবে সামাজিক। একাকীত্ব এদের অস্থির ও উদ্বিগ্ন করে তোলে। এরা সব সময় অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। সেই প্রক্রিয়ায় ছেদ পড়লে একাকিত্বে ভুগতে থাকে এরা।

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। লোকজনের দ্বারা বেষ্টিত থাকা এদের খুব পছন্দের। একা থাকলে এরা বিভিন্ন দিক থেকে নিজেদের উপেক্ষিত মনে করতে থাকে। একাকিত্ব এদের জীবন কঠিন করে তোলে।

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা ভারসাম্যহীনতা ঘৃণা করে। এদের জীবনে যখন কোনও কথা বলার মতো লোক থাকে না, তখন এরা হতাশায় ভুগতে শুরু করে। যা এদের কেরিয়ারেও প্রভাব ফেলে।

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্ন দেখতে ভালোবাসে। একা থাকলে এরা অতিরিক্ত চিন্তা করে। আবেগে ডুবে যায়। অন্যদের বিচ্ছিন্নতা অনুভব করে। যা এদের আরও একা করে তোলে।

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most

মকর রাশি: এরা খুব আবেগি হলেও, নিজেদের মনের কথা লুকিয়ে রাখে। নিজেদের কষ্টের কথা কাউকে বলতে সাহস পান না। একাকিত্ব এদের ভেতরের পৃথীবীকে ভারী করে তোলে।

Horoscope: This 5 zodiac signs feel loneliness the most

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ