আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি ও শুক্র, কর্কটে রবি ও বক্রী বুধ, সিংহে কেতু, কন্যায় মঙ্গল, কুম্ভে চন্দ্র ও রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। হস্তশিল্পীরা তঁাদের শিল্প-সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারেন। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন।
এই সপ্তাহে গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে মিশ্রফল লাভ। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পরিবারে বিরোধ। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে। এর ফলে পড়াশোনা বিঘ্নিত হতে পারে। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভাবনীয় চাঞ্চল্য। বন্ধু-বান্ধবের সঙ্গে অযথা তর্ক-বিতর্কে যাবেন না। এতে সম্পর্ক নষ্ট হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের ভালো কাজের সুযোগ পেলেও নিজের উদাসীনতার জন্য হাতছাড়া হতে পারে। সপ্তাহের শেষে নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন।
আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বয়স্করা পূজাপাঠের মাধ্যমে শান্তি লাভ করতে পারবেন। ঘরে-বাইরে কথাবার্তায় সংযম বজায় রাখুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝেশুনে কথাবার্তা বলুন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দলাভের সম্ভাবনা। পরিবারের অন্যায় আবদার সব সময় মেনে নেবেন না। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। পিতার সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। দাম্পত্যক্ষেত্রে মাঝেমধে্য মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরীক্ষার ফল ভালো করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।
সপ্তাহের শুরুতে পরিবারে বিবাদের আশঙ্কা। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখার করুন। বাড়িতে কোনও শুভ কাজের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের-উচ্চশিক্ষায় সাফল্যের ফলে সরকারি চাকরির সুযোগ আসবে, ঋণ নেওয়ার ক্ষেত্রে বাড়তি-সতর্কতা বাঞ্ছনীয়। অতিরিক্ত পরিশ্রমের জন্য নিজেদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। অংশীদারী ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। পরিবারে কারও চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন।
এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত দিক ভালোই যাবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। নববিবাহিতেরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন। সপ্তাহের মধ্যভাগ থেকে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। আপনার ভালোমানুষি অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। সুস্থ থাকার জন্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে।
আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। পারিবারিক শান্তির জন্য নিজের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেলবেন না। এই সময় কিছু প্রাপ্তিযোগের লক্ষণ দেখতে পাওয়া যায়। ভবিষ্যতে সঞ্চয়ের জন্য খরচ কমানোর চিন্তা-ভাবনা এখন থেকে শুরু করুন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। এই সময় আপনার কর্ম পরিবর্তনের সুযোগ এলেও কর্ম পরিবর্তন না করাই শ্রেয়। বন্ধুর সহায়তায় সন্তানের স্থায়ী চাকরির সুযোগ আসবে। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বাড়িতে গুরুজনদের মধে্য কেউ হৃদরোগে আক্রান্ত হতে পারেন। প্রেমের সম্পর্কে কোনও বড় সম্পর্ক তৈরি করার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন।
গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকারা আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। কোনও নিকট আত্মীয়ের প্ররোচনায় পারিবারিক বিবাদ বড় আকার নেওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় করতে পারেন। খাওয়াদাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। এই সময় পেটের সমস্যার জন্য কষ্ট পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। ঘরে-বাইরে কথাবার্তায় সংযম বজায় রাখুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের ফলে সপ্তাহের পরের দিকে অর্থের টানাটানিতে পড়ার সম্ভাবনা। বাড়িতে গুরুজনের মধে্য কেউ হৃদরোগে আক্রান্ত হতে পারে।
সপ্তাহের শুরুতে কোনও ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য সময়টি শুভ। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। স্ত্রীর রূঢ় ব্যবহারের জন্য পরিবারে অশান্তি। নিজের ও পরিবারের স্বাস্থে্যর দিকে নজর দিন। পিতা-মাতার শরীরের দিকে নজর দিন। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অার্থিক মন্দাভাব কেটে যাবে। সন্তানদের শিক্ষাস্থান শুভ। ছোট ব্যবসায় কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন।
এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের অন্যায় আচরণকে সমর্থন করবেন না। ছোট ভাইবোনদের উচ্চশিক্ষায় অগ্রগতির জন্য মানসিক শান্তি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। এই সময় আয় বেশ ভালোই হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকবেন। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। ব্যবসায়ীরা নিজের সাধে্যর অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। রাজনীতিবিদরা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন।
এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকেন। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি। সন্তানদের লেখাপড়ায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তনের চেষ্টা করতে হবে। স্ত্রীর অত্যধিক বিলাসিতার জন্য আর্থিক টানাটানিতে পড়তে পারেন। বাবা-মা ও ভাইবোনদের প্রতি কর্তব্য করলেও তঁাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্র নিয়ে পরিবারে বিরোধ। দাঁতের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। কর্মপ্রার্থীদের মনোমতো কর্মলাভের সুযোগ আসবে।
সন্তানদের লেখাপড়ায় সাফলে্যর জন্য বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ। ব্যবসায় নতুন বরাত পাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। বাড়িতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। অর্থকরী দিক শুভ তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। বেড়াতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে আপনার মান বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। সপ্তাহের মধ্যভাগে চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী অতিরিক্ত খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর প্রচেষ্টায় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বাড়বে। রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন তঁাদের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.