Advertisement
Advertisement
Horoscope

২০ এপ্রিল- ২৬ এপ্রিল Horoscope: বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন! কী বলছে অন্যদের রাশিফল?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 20th April to 26th April 2025
Published by: Subhankar Patra
  • Posted:April 20, 2025 11:34 am
  • Updated:April 20, 2025 11:54 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন‌্যায় কেতু, ধনুতে চন্দ্র এবং মীনে যথাক্রমে শনি, বুধ, শুক্র ও রাহু। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

মেষ

aries1পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি লক্ষ‌ করা যায়। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। নতুন ব‌্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। স্ত্রীর শরীর নিয়ে কিছুটা সমস‌্যায় আপনাকে পড়তে হতে পারে। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ বেশি হবে। পুরনো কাজ ফেলে রাখবেন না। কর্মস্থলে বদলির সম্ভাবনা। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন।

বৃষ

taurusক্ষুদ্র ব‌্যবসায়ীরা এই সময় একটু সজাগ থাকুন। নিজের দুর্বলতা সকলের কাছে প্রকাশ করবেন না। নব-বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হতে পারে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগ থেকে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য লাভ করবেন। বাবা-মায়ের শরীর-স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। বকেয়া টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ।

মিথুন

jeminiসপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। এই সময় পেটের সমস‌্যায় কষ্ট পেতে পারেন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন।

কর্কট

cancer এই সপ্তাহে আপনার ভাগ‌্য আপনার অনুকূলে থাকবে। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নেতিবাচক চিন্তাধারার লোকজনকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দেওয়ার ফলে কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে হবে। কর্মপ্রার্থীদের মনমতো কর্মলাভের সুযোগ আসবে। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। সপ্তাহের মধ‌্যভাগে পারিবারিক সমস‌্যা সমাধানের চেষ্টা করুন। জাতকের বিবাহিত জীবনে কিছু সমস‌্যা আসবে।

সিংহ

leoসপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পিতা-মাতার মধ্যে কোনও একজনের ঊর্ধ্বাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগের দেখা দিতে পারে। অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। সন্তানের বদমেজাজি স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে পরিবারে অশান্তি। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। রাস্তাঘাট বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

কন্যা

virgoআশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরীক্ষার ফল ভালো করার জন‌্য প্রচুর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা ল‌ক্ষ‌্য করা যায়। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক এই সময় খুলতে পারে। স্বনিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক শান্তি ফিরে আসবে। বয়স্ক জাতক-জাতিকাদের মানসিক শান্তির জন‌্য তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ।

তুলা

leoসপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। সপ্তাহের মধ্যভাগে শারীরিক সমস্যার জন্য কষ্ট পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকাদের এই সময় তীর্থ ভ্রমণের লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা লক্ষ্য করা যায়। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধের জন‌্য গৃহত‌্যাগ করতে হতে পারে। এই সময় আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি মধ‌্যম। শ্বশুরের অসুস্থতার জন‌্য মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষে কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে।

বৃশ্চিক

scorpio

 কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। ব‌্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না। ব‌্যব‌সায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। এই সময় চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের অতিরিক্ত বন্ধু-বান্ধব আপনার সন্তানকে কুপথে চালিত করতে পারে। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে।

ধনু

saggetariusবিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উপার্জন ভালোই হবে। এই সময় বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সন্তানদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ-বৃদ্ধি পেতে পারে। এই সময় উচ্চশিক্ষার্থী ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন।

মকর

capricorn

স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ভাইবোনদের বিবাহ নিয়ে পারিবারিক অশান্তি। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আমদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ।

 

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। এই সময় নতুন যানবাহন কেনার যোগ দেখা যায়। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝেশুনে কথাবার্তা বলুন। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দলাভের সম্ভাবনা। আপনার মধুর ব‌্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন‌্য সুনাম বৃদ্ধি ঘটবে।

মীন

piscesব‌্যবসায় উদাসীনতার জন‌্য অবনতি দেখা দিতে পারে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। স্ত্রীর প্রচেষ্টায় বড় ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বন্ধুকে বিপদে অর্থসাহায‌্য করলেও আপনার টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি। আপনার সরলতার সুযোগে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে পরিবারে অশান্তি। ব‌্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ এখনই করবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement