Advertisement
Advertisement
Weekly Horoscope

২০-২৬ জুলাই ২০২৫ Horoscope: চোখ ও কানের সমস্যা দেখা দিতে পারে মিথুন রাশির, বাকিদের ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 20th to 26th July 2025
Published by: Biswadip Dey
  • Posted:July 20, 2025 9:51 am
  • Updated:July 20, 2025 12:57 pm  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে চন্দ্র, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, কর্কটে রবি ও বুধ (বক্রী), সিংহে মঙ্গল ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই সকাল ৮.৫৭ মিঃ শুক্র মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

aries1পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক উন্নতি লক্ষ‌্য করা যায়। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। স্ত্রীর বিলাসবহুল জীবন-যাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। উচ্চশিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য।

বৃষ

taurusআশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তঁাদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌ করা যায়। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। এই সময় বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কতিপয় ব‌্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

মিথুন

jeminiসপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। এই সময় আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সঞ্চয়ে টান। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অনে‌্যর মতামত নিতে যাবেন না। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেবার ফলে মুনাফার তার প্রভাব পড়বে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফলে‌্যর জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। বাড়িতে কোনও বড় সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে।

কর্কট

cancerসপ্তাহের প্রারম্ভে সন্তানের কর্মপ্রাপ্তিতে পরিবারে আর্থিক উন্নতি। ভাইবোনদের বিবাহ নিয়ে পারিবারিক অশান্তি। পিতামাতার থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ অনেক বেশি হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে‌্যর জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না।

সিংহ

leoএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। ঠিকাদারী ব‌্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। খেলাধুলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। বাবার শরীর ক্রমান্বয়ে সুস্থ হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। হস্তশিল্পীরা তাদের শিল্পসত্তায় দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মানসম্মান বাড়িয়ে তুলুন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠীবিচার করে নেবেন।

কন্যা

virgoআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারও স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা চিন্তায় থাকবেন না। যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। বয়স্ক জাতক-জাতিকারা হঁাটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা অার্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। রাজনীতিবিদরা নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ-দায়িত্ব পেতে পারেন। শিক্ষার্থীদের জন‌্য সময়টি শুভ।

তুলা

leoকর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে বিরত থাকবেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে অাপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন।

বৃশ্চিক

scorpio

সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। অনে‌্যর কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সেই অনুপাতে হবে না। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদপ্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিবাদ বহুদূর গড়াতে পারে। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন‌্যায় অাবদার মেনে নেবেন না। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। অযাচিতভাবে কাউকে সাহায‌্য না করাই ভালো। স্ত্রীর স্বাস্থে‌্যর অবনতি আপনার দুশ্চিন্তা অারও বাড়িয়ে দিতে পারে। অর্থের প্রাচুর্য‌ থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন।

ধনু

saggetariusআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। পিতা-মাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালোই থাকবে। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। নিজ এলাকায় গোলযোগ বা গোলমাল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পৈত্রিক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। মানসিক শান্তির জন‌্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেক নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।

মকর

capricorn

বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। আপনার ভালোমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পিতা-মাতার কাছ থেকে দূরে থাকলেও তঁাদের খেঁাজখবর নেওয়ার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় নিয়ে গ্রাহকের সঙ্গে ঝামেলা বাধতে পারে। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন।

 

কুম্ভ

aquariusএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনাভাব শুভ। বয়ঃসন্ধির সন্তানের আচার-আচরণের জন‌্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। আপনার ব‌্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

মীন

piscesআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। পেশাগত কিছু সমস‌্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement