Advertisement
Advertisement
Horoscope

২২-২৮ জুন ২০২৫ Horoscope: সিংহ রাশির জন্য খরচবহুল সপ্তাহ, বাকিদের কেমন কাটবে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 22nd to 28th June 2025
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2025 11:00 am
  • Updated:June 22, 2025 11:00 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র ও চন্দ্র, মিথুনে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে মঙ্গল ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি। ২২ জুন রাত্রি ৯.২৯ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। পেশাগত দিক ভালোই যাবে। ব‌্যবসায়ীরা প্রতিপক্ষ ব‌্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। স্ত্রীর অার্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের কাছ থেকে ভালো উপহার পেতে পারেন। এই সময় বাবা-মা কারও শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। বয়স্করা গুরুপাক জাতীয় খাদ‌্য বর্জন করুন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না।

বৃষ

taurusসপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক এই সময় খুলতে পারে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। পারিবারিক শান্তির জন‌্য নিজের পেশাগত জীবনের সঙ্গে ব‌্যক্তিগত জীবন মিলিয়ে ফেলবেন না। বহুদিন ধরে চলা কোনও আইনি সমস‌্যা আপনার অনুকূলে যেতে পারে। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে।

মিথুন

jeminiসপ্তাহের শুরুতে পরিবারে কোনও সমস‌্যার ক্ষেত্রে গুরুজনদের সাহায‌্য নেওয়ার চেষ্টা করুন। বয়ঃসন্ধির সন্তানের অতিরিক্ত বন্ধু-বান্ধব আপনার সন্তানকে কুপথে চালিত করতে পারে। ব‌্যবসায় লাভের মুখ দেখবেন। তবে অন‌্যায় উপায়ে মুনাফা বাড়ানোর চেষ্টা করবেন না। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। বেদখল হওয়া সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। রাজনীতিবিদ্‌রা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। অকারণে প্রতিবেশীদের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জাতক-জাতিকার স্বাস্থ‌্য স্থিতিশীল থাকবে।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকাদের বর্তমান সময়টি অত‌্যন্ত শুভ। পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিরোধ মামলা-মোকদ্দমা অবধি যেতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলে ও ব‌্যবসা করলেও নিশ্চিতরূপে সাফলে‌্য আসবে। মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার যোগ। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল‌্য আপনাকে মানসিক শান্তি দেবে। দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য সামান‌্য বাধা-বিঘ্ন থাকলেও আপনার কর্মে উন্নতি তারা আটকাতে পারবে না। বয়স্করা পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও সজাগ থাকুন।

সিংহ

leoখরচবহুল সপ্তাহ। নতুন গৃহনির্মাণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ-মঞ্জুর হয়ে যাবে। ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। সন্তানদের স্বাস্থ‌্য-সংক্রান্ত সমস‌্যার জন‌্য পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে। হঠাৎ পড়ে গিয়ে শরীরের ঊর্ধ্বাঙ্গে চোট লাগার সম্ভাবনা। ভাইবোনদের প্রতি কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে ভালো ব‌্যবহার আশা করবেন না। এই সময় দ্বিমুখী উপার্জনের পথ খুলে যেতে পারে। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত। প্রতিবেশীর অন‌্যায়-আচরণকে সমর্থন করবেন না। বাবা-মার একাকীত্ব দূর করার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকাদের এই সময় ব‌্যবসায় উন্নতি লক্ষ‌্য করা যায়। উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। পারিবারিক সমস‌্যায় গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্মপরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। সন্তানের লেখাপড়ায় সাফলে‌্যর জন‌্য মানসিক শান্তি। পরিবারে আপনি সকলের জন‌্য কর্তব‌্য করলেও গুরুজন স্থানীয় কারওর ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। রাজনীতিবিদদের নিজ দলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। ‌ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন।

তুলা

leoএই সপ্তাহের আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। পিতা বা মাতা কারও একজনের শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো বন্ধু-বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। এই সময় জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক

scorpio

সপ্তাহের প্রারম্ভে কোনও সুখবর আসতে পারে। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। বন্ধুবান্ধবের উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সংগীত শিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বয়স্ক বাবা-মায়ের একাকীত্ব ঘোচানোর জন‌্য তঁাদের সঙ্গে কিছুটা সময় দিন।

ধনু

saggetariusসপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ-মঞ্জুর হতে পারে। বন্ধু বা আত্মীয়ের সহায়তায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। শিক্ষার্থীদের জন‌্য সময়টি শুভ। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের সাফল‌্য সমাজে তুলে ধরতে পারবেন। সপ্তাহের শেষে কাছেপিঠে ভ্রমণের সুযোগ আসবে। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ হবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। নিজ এলাকায় গোলযোগ বা গোলমাল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন।

মকর

capricorn

কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কতিপয় জাতক-জাতিকাদের দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় সাংসারিক বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। ছোট সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। খাবারের ব‌্যাপারে সচেতন থাকুন। এই সময় পেটের সমস‌্যা দেখা দিতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করুন। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায় হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। আয়ের দিক থেকে সপ্তাহটি ভালোই যাবে। গাড়ি চালকেরা অত‌্যন্ত সাবধানে গাড়ি চালান। ছোট ব‌্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে।

 

কুম্ভ

aquariusকর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে প্রতারকের পাল্লায় পড়তে পারেন। সৃষ্টিশীল কাজে আপনার মেধার িবকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। এই সময় পুরনো বাধা-বিঘ্ন কেটে যাওয়ার সম্ভাবনা। যঁারা নিজে পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তঁারা বিবাহের পূর্বে সবদিক বিচার করে নেবেন। বন্ধুর আর্থিক সমস‌্যায় সাহায‌্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট। অপ্রিয় সত‌্য বলার জন‌্য অনেকের কাছে বিরাগভাজন হতে পারেন। লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। সন্তানের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না।

মীন

piscesসপ্তাহের শুরুতে ব‌্যবসার কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে কারও সমালোচনায় না যাওয়াই ভালো। পরিবারে কারও ব‌্যবহারের জনে‌্য অশান্তি দেখা দিতে পারে। স্ত্রীর শৌখিনতার জন‌্য খরচ বাড়বে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। পথে-ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। নববিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস‌্যা দেখা দিতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement