Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

২৯ জুন-৫ জুলাই Horoscope: পুরনো মামলার রায় আপনার অনুকূলে আসবে মেষ রাশির, বাকিদের ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

Know The Weekly Horoscope from 29th June to 5th July 2025 in Bengali
Published by: Biswadip Dey
  • Posted:June 29, 2025 11:11 am
  • Updated:June 29, 2025 5:52 pm  

আলোচ‌্য সপ্তাহের (Weekly Horoscope) প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে রবি ও বৃহস্পতি, কর্কটে বুধ ও চন্দ্র, সিংহে মঙ্গল ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৯ জুন দুপুর ২.১০মিঃ থেকে বৃষে শুক্রর প্রবেশ আছে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের প্রারম্ভে বিদ্যার্থীদের সময় শুভ। পরিবারে আনন্দ-অনুষ্ঠানে কতিপয়-আত্মীয়ের কারসাজিতে অশান্তি দেখা দিতে পারে। সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আপনার ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। এই সময় পুরনো মামলার রায় আপনার অনুকূলে আসতে পারে। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। বন্ধুর সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি ঘটবে।

বৃষ

taurusব্যবসায় উদাসীতার জন্য অবনতি দেখা দিতে পারে। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি। অতিরিক্ত বিলাসিতার জন্য সন্তানের ভবিষ্যত অনিশ্িচত হয়ে পড়তে পারে। সংসারে সুখ-শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেবেন না। নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। সামাজিক কাজের মাধ‌্যমে মান ও যশ বৃদ্ধি পাবে।

মিথুন

jeminiএই সপ্তাহটি খরচবহুল সপ্তাহ। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। নিজের অসাবধানতায় মূল্যবান সামগ্রী চুরি বা হারিয়ে যেতে পারে। ব্যবসায় কোনও কর্মচারীর জন্য লোকসান বাড়তে পারে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ব‌্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।

কর্কট

cancerসপ্তাহের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় আপনার সাফল্য অনেকেই মেনে না নিতে পারে। বাবার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো সুযোগ আসবে। পারিবারিক সম্পত্তি বিক্রি নিয়ে অন্য শরিকদের সঙ্গে অশান্তি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। এই সময় অপব্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। স্ত্রীর কর্মপরিবর্তনের সুযোগ আসবে। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ হবে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার আশা উজ্জ্বল।

সিংহ

leoএই সপ্তাহে নতুন গৃহাদি নির্মাণ ও যানবাহন লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। ব্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উর্পাজনে বাধা। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফলন এবার ভালোই হবে। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। পরিবারকে নিয়ে ভ্রমণে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। বাবা ও মার একাকীত্বে তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা-করুন। স্ত্রীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার আশা ভঙ্গ করবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে।

কন্যা

virgoখুবই আনন্দময় সপ্তাহ। এই সময় সকল কাজে সাফল‌্য পাবেন। যঁারা-কর্মক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে কাজ করেন, তঁারা খুব সতর্কভাবে কাজ করবেন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে তাই বলে হাল ছাড়বেন না। বন্ধুবান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলে আপনার অসময়ে তাদের কাউকে পাশে পাবেন না। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না।

তুলা

leoএই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন, তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। বড় কোনও পদক্ষেপ করার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। কর্মক্ষেত্রে অত্যধিক ব‌্যস্ততার জন‌্য ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।

বৃশ্চিক

scorpio

সপ্তাহের শুরুতে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো অর্থকরী কাজের বরাত মিলতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। আগের তুলনায় সপ্তাহটি ভালো যাবে।

ধনু

saggetariusএই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। ভবিষ‌্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও সুন্দর কথা বলার জন‌্য সুনাম বাড়তে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। সাহিত্য-সংস্কৃতির জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে। বয়স্কদের ধর্মীয় ক্ষেত্রে অাগ্রহ বাড়বে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। অত‌্যধিক কাজের চাপের জন‌্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

মকর

capricorn

সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে-পরিস্থিতি ভালো হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। নতুন ব্যবসা করার সুযোগ আসবে, তবে বুঝেশুনে ব্যবসা শুরু করবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। নিজের উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ।

 

কুম্ভ

aquariusএই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের-আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলুন। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে অকারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, এই সপ্তাহে সতর্কভাবে থাকবেন। বন্ধুর থেকে সতর্ক থাকুন। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে।

মীন

piscesবিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনুকূল, এই সময় পুরানো বাধা-বিঘ্ন কেটে যাবে। সন্তানের পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ‌্যমে জীবন উপভোগ করুন। নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। নিজের ও পরিবারের ভোগবিলাসে খরচ করার জন‌্য ব‌্যবসায় অর্থাভাব দেখা দিতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement