আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, কর্কটে শুক্র, সিংহে রবি, বুধ এবং কেতু, কন্যায় মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
এই সপ্তাহটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ এবং সফল। কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ বিদ্যমান। ব্যবসায় মহাজনের সঙ্গে টাকা-পয়সার হিসাব নিয়ে সমস্যা দেখা দিতে পারে। নিজের জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ির বয়স্কদের ও ছোটদের খুব সাবধানে রাখবেন। ছোটখাটো শারীরিক অসুস্থতাতেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন, তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন।
সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সমাধান এই সময় হতে পারে। বাইরের লোকের উপর ব্যবসার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হবে। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে পড়তে পারেন। ক্রীড়াবিদদের পরিবেশ প্রতিকূল-হতে পারে।
কর্মক্ষেত্রে অকারণ বিতর্ক-বিবাদ এড়িয়ে চলুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। জলপথে ভ্রমণ এই সময় না করাই শ্রেয়। নতুন গৃহনির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল্য। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। এই সময় জাতকের বন্ধুভাব খুব একটা শুভ নয়। বয়স্করা ঈশ্বর আরাধনার মাধ্যমে মানসিক শান্তি লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের পাওনা অর্থ হাতে আসার সম্ভবনা। সন্তানের বিবাহ নিয়ে পারিবারিক গোলযোগ দেখা দিতে পারে।
সপ্তাহের অদ্যভাগে বেসরকারি-ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ আপনার স্বাধীনচেতা মনোভাবের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে। কোনও কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। চাষিরা উৎপাদিত ফসলের সঠিক দাম পাবেন। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসবে। প্রতিবেশীকে উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। লটারি বা শেয়ারে ভালো অর্থ হাতে আসতে পারে। এই সময় বিদ্যার্থীরা পরীক্ষায় অসামান্য ফল করতে পারে। সপ্তাহের শেষে নানা কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে।
বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি। নতুন বাড়ি বা জমি কেনার আগে অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নেবেন। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। কন্যা সন্তানের-বিদ্যালাভের অসামান্য সাফল্যের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। কর্মক্ষেত্রে কতিপয়-সহকর্মী আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। পারিবারিক সমস্যার জন্য মানসিক-চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। মরসুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।
সপ্তাহের প্রারম্ভে কর্মজগতে পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকবে। তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তার কারণ নেই। মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাইবোনদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও-উদ্যমী হতে হবে। ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না। ব্যবসায়ীদের এই সময় বকেয়া টাকা আদায়ের যোগ লক্ষ্য করা যায়। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। অতিরিক্ত ভাবাবেগের জন্য অনেক সময় কষ্ট পেতে পারেন। হঠাৎ কোনও খবরে বিচলিত হয়ে পড়তে পারেন।
কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জোরে পদোন্নতি ও আর্থিক উন্নতি। ব্যবসায় সম্প্রসারণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের ভালো ফলের জন্য অারও পরিশ্রম করতে হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে অর্থের সংস্থান হয়ে যাবে।
খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা প্রকাশ করবেন না। অত্যধিক শ্রমের জন্য মানসিক অবসাদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বহুদিন ধরে চলা কোনও সমস্যার সমাধান সম্ভব। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ভালো খবর আসতে পারে। নববিবাহিতদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।
সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হোন। সপ্তাহের মধ্যভাগে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। এই সময় কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন্যায় অাবদার মেনে নেবেন না। এই সময় বিদ্যার্থীরা পরীক্ষায় অসামান্য ফল করতে পারে। লটারি বা শেয়ারে ভালো অর্থ হাতে আসতে পারে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসবে।
সপ্তাহের প্রথমদিকে সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সাইকেল বা মোটর বাইকের আঘাতে পায়ে আঘাত লাগতে পারে। সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান-সম্মান বাড়িয়ে তুলুন। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় সাফল্য পাবে। কতিপয় ব্যক্তি আপনাকে ঠকিয়ে এই ব্যাপারে টাকা আত্মসাৎ করতে পারে। ডাক্তার, অধ্যাপক ও শিক্ষক এই সমস্ত জাতক-জাতিকারা তাদের কর্মের সাফল্য লক্ষ্য করতে পারবেন। সন্তানের স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মাঝেমধে্য বিদ্যাচর্চায় মনোযোগের অভাব হতে পারে।
এই রাশির জাতক-জাতিকাদের চাকরি অপেক্ষা ব্যবসায় বেশি উন্নতি সম্ভব। এদের ব্যবসায়িক বুদ্ধি জন্মগত তবে বিনিয়োগের আগে উপযুক্ত ব্যক্তির পরামর্শের একান্ত প্রয়োজন। সরকারি কর্মচারীরা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। কর্মস্থানে বাধা-বিপত্তি তৈরি হলেও আপনার বুদ্ধিমত্তার জোরে কাটিয়ে উঠতে পারবেন। নববিবাহিতদের দাম্পত্য শান্তি অটুট থাকবে। পরিবারে সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের স্বাস্থে্যর দিকে নজর দিন। জমি-জমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগ দেখা দিতে পারে।
আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। নতুন যানবাহন কেনার জন্য ঋণ পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনার উদার মনোভাব সহকর্মীরা ভালো চোখে নাও নিতে পারে। যঁারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান, তঁাদের সময়টি শুভ। বাবা-মায়ের শরীর মোটের উপর ভালোই থাকবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলেও ব্যবসা করলেও নিশ্চিন্তরূপে সাফলে্য আসবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। যানবান চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। পারিবারিক ব্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.