Advertisement
Advertisement
Weekly Horoscope

৪ মে- ১০ মে Horoscope: শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ মেষ রাশির, কী বলছে বাকিদের রাশি?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know The Weekly Horoscope from 4th to 10th May 2025
Published by: Biswadip Dey
  • Posted:May 4, 2025 11:13 am
  • Updated:May 4, 2025 11:24 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে বৃহস্পতি, কর্কটে মঙ্গল ও চন্দ্র, কন‌্যায় কেতু, মীনে শনি, বুধ, শুক্র এবং রাহু। ৬ মে রাত্রি ৪.০৮ মিঃ বুধ মেষে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। চাকরিজীবীরা সপ্তাহের শেষে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে হাত পড়তে পারে। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিনে‌্যর জন‌্য ব‌্যবহার হাল খারাপ হতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। খেলাধুলায় কৃতিত্বের জন‌্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে।

বৃষ

taurusসপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। পরিবারের কোনও সদসে‌্যর অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। বিদু‌্যৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। গুরুজন স্থানীয় ব‌্যক্তিদের জন‌্য কর্তব‌্য করলেও তাঁদের ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। চাকরিসূত্রে অন‌্য জায়গায় বদলির সম্ভাবনা। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা তীর্থ ভ্রমণে বেড়িয়ে পড়ুন।

মিথুন

jeminiসপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব নিতে হবে। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। চাকরজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফলে‌্যর জন‌্য সুনাম বৃদ্ধি পাবে। ব‌্যবসায় উদাসীনতার জন‌্য অবনতি দেখা দিতে পারে। আগুন ও বিদু‌্যৎ থেকে সাবধানে থাকুন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। বন্ধুর সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।

কর্কট

cancerআপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। অসময়ের জন‌্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ব‌্যবসায়ীরা ব‌্যবসা বৃদ্ধির জন‌্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এখনই কোনও বিনিয়োগ করবেন না। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সচেতন থাকুন। জীবনযাত্রার মানবৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। নতুন জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধা-বিঘ্ন ও প্রতারকের পাল্লায় পড়তে পারেন।

সিংহ

leoসপ্তাহের শুরুতে বড় ধরনের কোনও কাজ হাতে নেবেন না। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন। প্রৌঢ় ও মধ‌্যবয়স্ক ব‌্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন‌্য শস‌্যহানির আশঙ্কা থাকবে। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা না-ও করতে পারে। সন্তানের বিবাহের কথাবার্তা এগিয়ে রাখতে পারেন।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনাভাব শুভ। আপনার ব‌্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে তবে বুঝেশুনে ব‌্যবসা শুরু করবেন। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। যঁারা সমাজ জীবনে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে।

তুলা

leoএই রাশির জাতক/জাতিকারা পরিবারের প্রতি কর্তব‌্যপরায়ণ হলেও পরিবারের কাছ থেকে সেই অর্থে সম্মান পাবেন না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। যঁারা সমাজে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর কর্মক্ষেত্রে আর্থিক অবনতির জন‌্য চাকরি অনিশ্চিত হওয়ার সম্ভাবনা। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে আয়ের তুলনায় ব‌্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে‌্য খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ছোট ভাইবোনদের অন‌্যায় আচরণ কখনওই মেনে নেবেন না। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপর করবেন না। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুুখের হবে। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ব‌্যবসায়ীদের এই সময় বকেয়া টাকা আদায়ের যোগ লক্ষ‌্য করা যায়। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিরোধ বহুদূর অবধি গড়াতে পারে।

ধনু

saggetariusবহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও বন্ধু-বান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন‌্য তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস‌্যা থাকবে, তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ অনেক বেশি হবে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায‌্য করবে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে।

মকর

capricorn

আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। কথাবার্তায় সংযম রাখার চেষ্টা করুন। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। ভোগবিলাসে অতিরিক্ত খরচের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। কারও প্ররোচনায় না জেনেশুনে কোনও বিনিয়োগ করবেন না। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। মায়ের স্বাস্থে‌্যর অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস‌্যা মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। বয়স্ক জাতক-জাতিকারা সমাজ সেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। মানসিক চাঞ্চল‌্যকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন।

 

কুম্ভ

aquariusসপ্তাহের প্রারম্ভে দ্বিমুখী আয়ের সম্ভাবনা। বিশ্ববিদ‌্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীদের এই সময় মোটা অঙ্কের ঋণ না নেওয়াই উচিত। গুরুজনদের স্বাস্থে‌্যর অবনতি হওয়ার সম্ভাবনা। বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকেই সঞ্চয়ের ব‌্যবস্থা করুন। গৃহ সংস্কারের জন‌্য বাড়তি ব‌্যয় হবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের মধে‌্য মতপার্থক‌্য দেখা দিতে পারে। কোনওরকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে, বন্ধুবান্ধবকে অর্থ ধার দিয়ে সমস‌্যা ডেকে আনবেন না।

মীন

piscesকর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য সামান‌্য বাধা-বিঘ্ন থাকলেও আপনার কর্মোন্নতি আটকাতে পারবে না। পারিবারিক অনুষ্ঠানে অপ্রিয় সত‌্য কথা বলে অপরের বিরাগভাজন হবেন না। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে কিছু বাধা-বিঘ্ন থাকলেও সম্পর্ক ভেঙে যাবে না। পারিবারিক ব‌্যবসায় উন্নতিলাভ সম্ভব। শিল্পকলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফলে‌্য লাভ করবেন। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। ছোট ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে খুঁটিনাটি সমস‌্যা দেখা দিলেও সহজে তা অতিক্রম করবেন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালই হবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement