আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, কর্কটে শুক্র, সিংহে রবি, বুধ এবং কেতু, কন্যায় মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সম্পত্তি কেনাবেচার জন্য সপ্তাহটি শুভ। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। বয়স্ক জাতক-জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেবার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে অাপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন।
নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরু কথা ভাবতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। সমাজকল্যাণ-মূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। সন্তানের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। এই সময় ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। গুরুজনদের স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। কন্যাসন্তানের বিয়ের প্রস্তাব আসতে পারে।
অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। সন্তানের উচ্ছৃঙ্খল আচরণের জন্য পরিবারে অশান্তি। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি ও আর্থিক উন্নতি। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। খরচ বহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন।
সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে।
পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। আয়ব্যয়ের সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। খেলাধুলায় আপনার কন্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বন্ধু-বান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না।
এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। হস্তশিল্পে নৈপুণে্যর জন্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে তবে বুঝেশুনে ব্যবসা শুরু করবেন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। নববিবাহিতদের দাম্পত্যজীবন সুখের হবে। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতিলাভের ফলে তঁাদের কাজের বিস্তার বাড়বে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মধ্যভাগে পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসবে। কাছের মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন। ব্যবসায়ীদের পাওনা-টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। কোনও বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন।
খুবই অানন্দময় সপ্তাহ। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। পরিবারে কোনও মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। নিকট আত্মীয়ের সহযোগিতায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে। এই সময় বহুমুখী উপায়ে রাজগার হতে পারে। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি লক্ষ্য করা যায়। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদে্যাগী হতে হবে। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন।
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ্য করা যায়। সন্তানের চাকরির পরীক্ষায় সাফলে্যর জন্য সরকারি চাকরির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। হস্তশিল্পে নৈপুণে্যর জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। প্রতিবেশীদের সঙ্গে কখনওই তর্ক-বিতর্কে যাবেন না। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়া-দাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন।
সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বাবা, মা ও ভাই-বোনদের প্রতি কর্তব্য করলেও তঁাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি।
কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। ব্যবসায়ীরা নিজের সাধে্যর অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। এই সময় আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।
স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। হঠাৎ কোনও কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসলকে বাঁচান। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও ভবিষ্যতে এর জন্য কষ্ট পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা কাছেপিঠে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই বড় বিনিয়োগ করবেন না। বন্ধুবান্ধবের সঙ্গে টাকাপয়সার লেনদেন বুঝেশুনে করবেন। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.