আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, বৃষে রবি, মিথুনে বুধ ও বৃহস্পতি, সিংহে মঙ্গল, কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ্য করা যায়। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ব্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। পিতা-মাতা কারও একজনের শরীর খুব একটা ভালো যাবে না। রাজনীতিবিদরা এই সময় নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ্য করতে পারবেন। এই সময় জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যহানির কারণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহের মধ্যভাগে শুভ সময় আসছে। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান।
চাকরিজীবীদের জন্য সময়টি শুভ। গুরুত্বপূর্ণ কাগজপত্র অত্যন্ত সাবধানে রাখার চেষ্টা করুন। এই সময় ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সমাধান এই সময় হতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা। পারিবারিক সমস্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। সন্তানের জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন না। সপ্তাহের শেষে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।
কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য। প্রেম পরিণয়ের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। গুরুজনদের স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। সৃজনশীল কাজে উন্নতি। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য পূজাপাঠে মন দিন। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না।
সপ্তাহের প্রারম্ভে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে জোর দিন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লক্ষ করা যায়। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। শেয়ার বা লটারিতে এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন। কর্মপ্রার্থীদের নতুন আয়ের পথ খুলে যাবে। ছোট ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনে্যর উপর নির্ভর করবেন না। আপনার সন্তান উচ্চশিক্ষার সাফলে্যর জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। এই রাশির জাতক-জাতিকাদের নিজের স্বাস্থে্যর দিকে আরও যত্নবান হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না।
বহুদিন চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। সন্তানের কর্মপ্রাপ্তির জন্য মানসিক প্রশস্তি। অতিরিক্ত ভাবাবেগের জন্য অনেক সময় কষ্ট পেতে পারেন। এই সময় চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ হবে অনেক বেশি। পারিবারিক সম্পত্তি বিক্রয় নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধ মামলা-মোকদ্দমা অবধি যেতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা। ব্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মানসিক কষ্টের কারণ হতে পারে। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হবার সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। হঠাৎ কোনও খবরে বিচলিত হয়ে পড়তে পারেন।
এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। সন্তানের লেখাপড়ার জন্য ব্যয়বৃদ্ধি। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। পরিবারে কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি ও অর্থব্যয়। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বাড়বে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তন করুন।
অার্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে তবে ব্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। কর্মপ্রার্থী চাকরি অপেক্ষা নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ঘরে-বাইরে কথাবার্তায় সংযম বজায় রাখুন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। কর্মস্থানে আর্থিক সমস্যার জন্য বেতন পাওয়া নিয়ে সমস্যা। রাজনীতিবিদরা এই সপ্তাহে সতর্ক থাকবেন। সপ্তাহে শেষে পরিবারকে নিয়ে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না।
স্ত্রীর কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চিন্তা করতে পারেন। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফলে্যর জন্য বড় কোনও সুযোগ আসতে পারে। অনে্যর উপকার করতে গিয়ে মিথ্যা অপবাদের আশঙ্কা। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা। শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য আইনজ্ঞের পরামর্শ নিন। হঠাৎ কোনও খবরে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। একান্নবর্তী সংসারে গোলযোগ সৃষ্টির জন্য অন্যত্র বসবাস করতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদে যাবেন না। কর্মজীবন গতানুগতিকভাবেই চলবে। ব্যবসায় এই সময় উত্থান-পতন থাকলেও আগামিদিনে ভালো সময় আসছে।
সপ্তাহের প্রারম্ভে মানসিক চাঞ্চল্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। নববিবাহিতদের দাম্পত্য জীবন মধুর হবে। ছোটখাটো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ বা উচ্চ-দায়িত্ব পেতে পারেন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। সন্তানের আচার-আচরণের দিকে বাড়তি নজর রাখুন। খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন থাকুন।
সপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপর করবেন না। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে্য খারাপ হতে পারে। দীর্ঘদিনের কোনও স্বপ্ন সপ্তাহের অদ্যভাগে পূরণ হতে পারে। পারিবারিক বিবাদের জন্য ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে।
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। অনে্যর প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। যঁারা সমাজ জীবনে পরিচিত, তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ্যাপকদের জন্য সপ্তাহের মধ্যভাগে শুভ সময় আসছে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধির কন্যা সন্তানের অতিরিক্ত বন্ধু-বান্ধব কুপথে চালিত করতে পারে।
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। গরিব মানুষের জন্য সাহাযে্যর হাত বাড়িয়ে দিন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। জমি, ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। বাবা ও মায়ের একাকীত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন, ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.