Advertisement
Advertisement
Numerology

আপনি ৫ জন্ম সংখ্যার জাতক? জেনে নিন প্রেম আর বিয়ের জন্য ‘পারফেক্ট ম্যাচ’ কে

কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Numerology: who is most compatible with birth number 5
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2025 2:27 pm
  • Updated:June 24, 2025 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ-গুণ নিয়েই জীবন। যা আপনার জন্য ভালো তা অন্যের জন্য নয়। ধরুন বন্ধু হিসেবে একজন আপনার জন্য সেরা, হতেই পারে অন্য কারও ক্ষেত্রে তিনি যথাযোগ্য় নন। আর এই সব কিছুর নেপথ্যে সেই সংখ্যারই খেলা। জন্ম সংখ্যাই বলে দেয় কে শত্রু আর কে বন্ধু। কিন্তু জানেন কি বাকি সকলের ক্ষেত্রে বন্ধু বাছতে নানা হিসেব করলেও ৫ জন্ম সংখ্যার জাতকদের এই সমস্যা নেই। সকলে ভালো বন্ধু না হলেও কেউ-ই এদের শত্রু নয়!

জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, ৫ জন্ম সংখ্যার জাতকরা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। ২ ও ৪ বাদে সকলের সঙ্গেই এদের বন্ডিং দারুণ। তথ্য বলছে, ১ ও ৫-এর পার্টনারশিপ ভালো। মূলত ব্যবসা ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ৩ জন্ম সংখ্যার জাতকদের সঙ্গেও সম্পর্ক উপভোগ করেন ৫-এর জাতকরা। তবে ৫-এর জন্য আদর্শ ৫-ই। যুগল হিসেবে যাকে এক কথায় বলা যায়, পারফেক্ট ম্যাচ। কারণ, এদের নীতি, মূল্যবোধ এক। বন্ধু হিসেবে ৫-এর জাতকদের সেরা ৬। ৭ জন্ম সংখ্যার জাতকদের সঙ্গেও সম্পর্ক হয় বন্ধুত্বপূর্ণ। ৮ ও ৯-এর জাতকদের সঙ্গেও পাঁচের বন্ডিং হয় স্ট্রং।

Relationship Tips: Here are some things your partner wants more than physical relationship

শত্রুসংখ্য়া

সকলেই বন্ধু ঠিকই তবে। শত্রু না হলেও যাদের থেকে ৫-এর জাতকদের খুব একটা মেলে না, তারা হলেন ২ জন্ম সংখ্যার। তবে দুজনই একটু মানিয়ে নিতে পারলে কেল্লাফতে। পার্টনারশিপ চলবে দারুণ গতিতে। ৪-এর সঙ্গেও এদের সম্পর্ক ঠিকঠাক।

[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement