Advertisement
Advertisement
Shani Dev

শনির প্রতিগামী গতিতে এই চারটি রাশি, ফিরবে ভাগ্য, হবে অর্থের বর্ষণ!

১৩৯ দিন ধরে শনির এই প্রতিগামী গতি অব্যাহত থাকবে।

The fate of these four zodiac signs is going to change under the influence of Shani Dev
Published by: Buddhadeb Halder
  • Posted:July 25, 2025 8:24 pm
  • Updated:July 25, 2025 8:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিদেবের কৃপায় রাতারাতি যেমন অনেকের ভাগ্য ফেরে, ঠিক তেমনি পথেও বসেন অনেকে। শনির গতি আমাদের জীবনে একইসঙ্গে ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে। জাতকের কর্ম অনুযায়ী শনিদেব ফল দিয়ে থাকেন। শনি বর্তমানে মীন রাশিতে গোচর করছে। ১৩ জুলাই শনি মীন রাশিতে প্রতিগামী হয়েছে। এই অবস্থা থাকবে ২৭ নভেম্বর পর্যন্ত।

Advertisement

The fate of these four zodiac signs is going to change under the influence of Shani Dev

 

১৩৯ দিন ধরে শনির এই প্রতিগামী গতি অব্যাহত থাকবে। ফলে ইতিবাচক প্রভাব রয়েছে মীন-সহ আরও ৩টি রাশিতে। কোনও কোনও রাশির জন্য শনির এই অবস্থান আবার অশুভ। জেনে নিন কোন চারটি রাশির জাতক-জাতিকার জীবনে শনির শুভ প্রভাব পড়তে চলেছে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা শনির প্রতিগামী গতি থেকে শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে দারুণ উন্নতির সুযোগ পাবেন। আর্থিক উন্নতি হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। শিক্ষার্থীরা ভালো কোনও সুযোগ পাবেন। এই রাশির জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

The fate of these four zodiac signs is going to change under the influence of Shani Dev

সিংহ রাশি: শনির প্রতিগামী গতির ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের সময় ভালো কাটবে। ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। আর্থিক লাভের ক্ষেত্রে বড় সুযোগ পাবেন। সঞ্চয় বাড়বে। নতুন চাকরির সুযোগ আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। সম্পদ বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি: শনির প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় দারুণ সুযোগ পাবে। দীর্ঘদিনের আইনি সমস্যায় সফলতা পাওয়া যাবে। বিনিয়োগে ভালো ফল পাবেন। অতিরিক্ত অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে।

মীন রাশি: শনির প্রভাবে মীন রাশির জাতকেরা পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক অবস্থা ভালো হবে। জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। ব্যবসায় পুরনো সমস্যাগুলো মিটে যাবে। নতুন উদ্যমে জীবনে সমৃদ্ধি আসবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ