Advertisement
Advertisement
Weekly Horoscope

১২-১৮ অক্টোবর ২০২৫ Horoscope: মীন রাশির পদোন্নতির যোগ! কেমন কাটবে বাকিদের সপ্তাহ?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Weekly Horoscope from 12-18 October 2025 in Bengali
Published by: Subhankar Patra
  • Posted:October 12, 2025 9:40 am
  • Updated:October 12, 2025 12:20 pm   

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র ও বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় রবি এবং শুক্র, তুলায় মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ অক্টোবর রবি দুপুর ১.৪৬ মিঃ তুলায় গমন করবে। ১৮ অক্টোবর রাত্রি ৭.৪৮ মিঃ বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

মেষ

aries1আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। এই সময় চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। পিতা-মাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়। কতিপয় ব‌্যবসায়ীর শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

বৃষ

taurusছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। পরিবারের জন‌্য নিজের জীবন ত‌্যাগ করলেও পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে তার সঠিক মূল‌্য পাবেন না। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। ভাইবোনদের বিবাহ নিয়ে পারিবারিক অশান্তি। কন‌্যাসন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধব আপনার সন্তানকে কুপথে চালিত করতে পারে।

মিথুন

jeminiএই সপ্তাহে আপনার আর্থিকভাব ভালো। ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে বিশেষ নজর দিতে হবে। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। অকারণে প্রতিবেশীদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সুস্থ‌ থাকার জন‌্য ক্রোধ উত্তেজনা প্রশমন করুন। রাজনীতিবদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। বয়স্ক জাতক-জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। সব সময় নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না।

কর্কট

cancerসপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য ঋণের প্রয়োজন হতে পারে। নিজের বা পরিবারের কারও শারীরিক অসুস্থতার জন‌্য কাজের ক্ষতি। কোনও প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি হওয়ার সম্ভাবনা। হঠাৎ জাতকের মানসিক অবসাদের জন‌্য কর্মক্ষেত্রে অশান্তি। পথেঘাটে সাবধানতা বাঞ্ছনীয়। অংশীদারী ব‌্যবসার উদ্ভূত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সন্তানের কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য আনন্দ বৃদ্ধি। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি বহুদূর গড়াতে পারে।

সিংহ

leo এখনই কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন না। ভালো সময়ের জন‌্য অপেক্ষা করুন। মাতৃস্থানীয় কারও জন‌্য চিকিৎসায় ব‌্যয় হতে পারে। অন্যের কথায় কোনও বেনামি সংস্থায় কোনও বিনিয়োগ করবেন না। অকারণে প্রতিবেশীদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। সুস্থ থাকার জন‌্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন। বয়স্ক জাতক-জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে। সঙ্গীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন।

কন্যা

virgoআর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা। সন্তানের আচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার ব‌্যাপারে সচেতন থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন। আমোদ প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন।

তুলা

leoএই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব‌্যপরায়ণ হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। গোপন শত্রুর ব‌্যাপারে সতর্ক থাকুন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে য়াঁরা যুক্ত তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। অন্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। যাঁরা সমাজ জীবনে পরিচিত, তাঁরা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। গরিব মানুষের জন‌্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। বড় ভাইয়ের ব‌্যবহারে কষ্ট পেতে পারেন। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। নিজের উদাসীনতার জন‌্য পরিবারে নানা সমস‌্যা দেখা দিতে পারে। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না।

ধনু

saggetariusআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। খাওয়া দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। আগামিদিনে উন্নতির সম্ভাবনা। ব‌্যবসায়ীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই সময় পদোন্নতির যোগ থাকলেও দূরে বদলি হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

মকর

capricornঅতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে স্ত্রীর স্বাস্থ‌্য চিন্তার কারণ হবে। পারিবারিক ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হতে পারে। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। কাজের ক্ষেত্রে প্রত‌্যাশামতো ফল পাওয়ার সম্ভাবনা। পরিবারের একাকীত্ব ঘোচানোর জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের বিদ‌্যালাভে বাধাবিঘ্ন কেটে যাবে। কর্মপ্রার্থীরা নতুন পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন।

কুম্ভ

aquariusশিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে সাফল‌্য ধরে রাখতে পারবেন। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। স্ত্রীর উদ‌্যমের জন‌্য নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। খরচ কমানোর চেষ্টা করুন। বয়ঃসন্ধির সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। অন্যের প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে। বন্ধুর সহায়তায় নতুন যানবাহন কেনার কথা ভাবতে পারেন। পরিবারের কোনও ব‌্যক্তির কলকাঠিতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।

মীন

piscesচাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। ব‌্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। জাতক-জাতিকার শর্করা বৃদ্ধি ও রক্তচাপ সাময়িক অসুবিধায় ফেলতে পারে। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। সপ্তাহের শেষে বিলাসিতায় অতিরিক্ত খরচের ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ