আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র, মিথুনে বৃহস্পতি, কর্কটে শুক্র, সিংহে রবি, বুধ এবং কেতু, তুলায় মঙ্গল, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৪ সেপ্টেম্বর বেলা ১২.১৭ মিঃ শুক্র সিংহে প্রবেশ করবে। ১৫ সেপ্টেম্বর সকাল ১১.০৭ মিঃ বুধ কন্যায় প্রবেশ করবে। ওই দিনই রবি রাত্রি ১.৪৮ মিঃ কন্যায় প্রবেশ আছে।
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। জমি-বাড়ি কেনার জন্য অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। বয়স্করা পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। মরশুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওযার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। জাতকের কর্মসূত্রে বিদেশভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
সপ্তাহের প্রারম্ভে কর্মজগতে পরিবর্তন আসবে। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্মপ্রার্থীরা এই সময় নতুন কাজের জন্য আশান্বিত হতে পারেন। পৈতৃক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিবশ্রম করতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা আপনার পদোন্নতি আটকে দিতে পারে। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। প্রৌঢ় ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা উচিত। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।
গ্রহ সন্নিবেশ অনুযায়ী কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। ব্যবসায়ীদের সপ্তাহটি মোটের উপর ভালো। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে। বেদখল সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। অপ্রিয় সত্য বলে অপরের বিরাগভাজন হবেন না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পরিবারে সামাজিক অনুষ্ঠান নিয়ে আত্মীয়স্বজনের উপহাসের কারণ হতে পারেন। মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। পাওনা টাকা আদায় নিয়ে গ্রাহকের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন।
সৃষ্টিশীল কাজের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। গৃহে আনন্দ-অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে। সন্তানের চোখের সমস্যার জন্য পড়শোনায় বিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। অপরের উপকার করবার সময় ভালো-মন্দ বিচার করে নিন। দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না।
এই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন। বাবা-মার একাকীত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ করা যায়। অপরের উপকার করার সময় ভালমন্দ বিচার করে নিন। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনার বিঘ্নতা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। গৃহে আনন্দ-অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ্যমান। বয়ঃসন্ধি কন্যাসন্তানের আচার-আচরণের দিকে সতর্ক দৃষ্টি রাখুন।
সপ্তাহটি ভালোমন্দের ভিতর দিয়ে কাটবে। বড় ভাইয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়, সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। পরিবারে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। কর্মক্ষেত্রে অকারণে তর্কবিতর্কে জড়িয়ে পড়বেন না।
এই রাশির জাতক-জাতিকারা মরসুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। তীর্থ ভ্রমণের সুযোগ আসবে। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। নতুন ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কর্মপ্রার্থীরা চাকরির জন্য বসে না থেকে নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ছোট সন্তানেরা অস্থিরতা ও চঞ্চলতার জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। এই সময় পাওনা টাকা আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আমোদ-প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। গুরুজনস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাঁদের ব্যবহারে দুঃখ পেতে পারেন।
সপ্তাহের শুরুতে আপনি নিজের উপর আস্থা রাখুন। আগামিদিনে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। কর্মস্থলে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। সপ্তাহের মধ্যভাগে শিক্ষক ও অধ্যাপকদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও ভবিষ্যতে এর জন্য কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে ভালো বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা তীর্থভ্রমণে বেরিয়ে পড়ুন। আগামিদিনে ব্যবসায় পরিবর্তন লক্ষ করতে পারবেন। চাকরি সূত্রে অন্য জায়গায় বদলির সম্ভাবনা। হঠাৎ কোনও কারণে সংসারে ব্যয়বৃদ্ধি পেতে পারে। কন্যাসন্তানের বিবাহ স্থির হলেও প্রতিবেশীর কলকাঠিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা।
স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। হঠাৎ কোনও কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেবেন না। লটারি বা শেয়ারে কোনও বড় বিনিয়োগ করবেন না। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি। প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। পরিবারে সকলের জন্য কর্তব্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব্যবহার পাবেন না। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন।
গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। বয়স্ক জাতক-জাতিকার খাওয়াদাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.