Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

২১-২৭ সেপ্টেম্বর ২০২৫ Horoscope: মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ! কেমন কাটবে আপনার সপ্তাহ?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Weekly Horoscope from 21 to 27 September, 2025
Published by: Subhankar Patra
  • Posted:September 21, 2025 10:57 am
  • Updated:September 21, 2025 10:57 am   

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র, কেতু ও শুক্র, কন‌্যায় রবি ও বুধ, তূলায় মঙ্গল, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

aries1সপ্তাহের শুরুতে ব‌্যবসার কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সন্তানের স্বাস্থ্যের ব‌্যাপারে সতর্ক থাকুন। অবিবাহিতরা কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। পিতার স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। নিজের উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ব‌্যবসায়ীরা পুরনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন। চাকরিক্ষেত্রেও উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। জাতকের কর্মসূত্রে বিদেশে যাওয়ার যোগ লক্ষ‌্য করা যায়। মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনা করুন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।

বৃষ

taurusনিজের শ্রম ও বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও উন্নতির যোগ। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। বিদেশে কর্মরত সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব‌্যবসায় আয়বৃদ্ধির সম্ভাবনা। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। বেহিসাবি খরচের জন‌্য সংসারে অশান্তি। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। পিতামাতার দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভ। চাকরিজীবীরা সপ্তাহের শেষে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাঁদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনভাব শুভ। আপনার ভালোমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস‌্যা দেখা দিতে পারে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।

সিংহ

leoসপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। মরশুমি রোগ থেকে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। কন‌্যাসন্তানের বিবাহের পূর্বে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে।

কন্যা

virgoপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। সন্তানের ভিন রাজ্যে বদলি হওয়ার সম্ভাবনা। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

তুলা

leoকর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। বাবার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধান। অধস্তন কর্মচারীদের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না। চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মানসম্মান বাড়িয়ে তুলুন। এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে বাড়তি নজর রাখুন।

বৃশ্চিক

scorpio

জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। অন‌্যায় উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের ব‌্যবহারে আপনি মানসিক কষ্ট পেতে পারেন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাঁদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। অর্থের প্রাচুর্য‌ থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। নতুন গৃহ নির্মাণের যোগ। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে।

ধনু

saggetariusএই সপ্তাহে গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে মিশ্রফল লাভ। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। পারিবারিক সমস‌্যায় কতিপয় বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

মকর

capricornঅর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। ব‌্যবসায়ীদের ব‌্যবসা ভালো চললেও সঞ্চয়ের ভাগ‌্য খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। স্ত্রীর অতিরিক্ত বিলাসিতার জন‌্য আর্থিক টানাটানিতে পড়তে পারেন। পিতামাতার মধ্যে কোনও একজনের শরীরের ঊর্ধ্বাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা। বেড়াতে যাওয়ার জন‌্য সপ্তাহের মাঝের সময়টি শুভ। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকবেন।

কুম্ভ

aquariusক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। স্ত্রীর বিলাসবহুল জীবন যাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য লক্ষ‌্য করা যায়। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। চাকরিপ্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বয়ঃসন্ধির সন্তানের আচার-আচরণ মনোবেদনার কারণ হতে পারে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। অংশীদারি ব‌্যবসায় মনোমালিন‌্য হতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে।

মীন

piscesতুলনামূলকভাবে সপ্তাহটি শুভ। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত‌্য কলহ সন্তানের মনের উপর প্রভাব ফেলতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে ব‌্যবসায় আয়ব‌্যয়ের হিসাব ভালো করে বুঝে নেবেন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। কাজের জায়গায় হঠাৎ মাথাগরম করে ফেলবেন না। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস‌্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ