Advertisement
Advertisement
Weekly Horoscope

০৫-১১ অক্টোবর ২০২৫ Horoscope: লটারিতে হঠাৎ অর্থপ্রাপ্তি কুম্ভ রাশির, সপ্তাহটা কেমন যাবে অন্যদের?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Weekly Horoscope from 5-11 October 2025 in Bengali
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2025 10:46 am
  • Updated:October 5, 2025 1:16 pm   

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় রবি ও বুধ, তুলায় মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২ অক্টোবর ভোররাত্রিতে বুধ তুলায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

মেষ

aries1পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ অবশ‌্যই নেবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের সাফলে‌্যর জন‌্য সমাজে সম্মানিত হবেন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। পিতা-মাতার শরীর খুব একটা ভালো যাবে না। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। স্বার্থান্বেষী লোকজনদের থেকে সতর্ক থাকুন। বন্ধুর সহায়তায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন।

বৃষ

taurusসপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভালো হবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফলতা পাবে না। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। নতুন বাড়ি-গাড়ি ক্রয়ের শুভ যোগ রয়েছে। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। অনে‌্যর প্ররোচনার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। গৃহশান্তির জন‌্য বাড়িতে শান্তি-স্বস্ত‌্যয়নের ব‌্যবস্থা করুন। অনে‌্যর প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।

মিথুন

jeminiচাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। প্রিয়জনের স্বাস্থ‌্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তান পড়াশোনায় অমনোযোগী হলেও পরীক্ষার ফল ভালোই হবে। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কবিতর্কে যাবেন না। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ঘরেবাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। হস্তশিল্পীদের শিল্পীসত্তার দক্ষতার কারণে তঁাদের অর্থনৈতিক উন্নতি সম্ভব।

কর্কট

cancerএই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। কন‌্যাসন্তানের বিয়ের ব‌্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ প্রবল। আপনার ব‌্যক্তিগত ও পারিবারিক জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফলে‌্যর জন‌্য সুনাম বৃদ্ধি পাবে। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে। আপনার সরলতার সুযোগে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন।

সিংহ

leoআপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। ব‌্যবসায় উদাসীনতার জন‌্য অবনতি দেখা দিতে পারে। বিদু‌্যৎ থেকে সাবধানে থাকুন। সন্তানের কাজের জায়গায় অশান্তির জন‌্য মন চঞ্চল থাকতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌ করা যায়। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফলে‌্যর মুখ দেখতে পাবেন। এই রাশির জাতিকারা শরীরের নিম্নভাগে ‌ব‌্যথা বেদনায় কষ্ট পেতে পারেন। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন।

কন্যা

virgoতুলনামূলকভাবে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট-আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। সপ্তাহের মধ‌্যভাগে প্রৌঢ় ও মধ‌্যবয়স্ক ব‌্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন‌্য শস‌্যহানির আশঙ্কা থাকবে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন। স্বামী-স্ত্রীর মনোমালিনে‌্যর ফলে সন্তানের মনের উপর প্রভাব পড়তে পারে। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। ছেলেমেয়েদের স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে।

তুলা

leoকর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অনেকেই আপনার ক্ষতি করতে পারে। ব‌্যবসায়ীরা তঁাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন। নিজের অসাবধানতার জন‌্য মূল‌্যবান সামগ্রী চুরি বা হারিয়ে যেতে পারে। সন্তানের উদ্ধত আচরণের জন‌্য পরিবারে অশান্তি। জমি-জমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের সদস‌্যদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। অনে‌্যর প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। ব‌্যবসায়ীরা ব‌্যবসা বৃদ্ধির জন‌্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। এই সময় পেটের সমস‌্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা।

ধনু

saggetariusকর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলুন। পুরনো বাধাবিপত্তি কেটে গিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি। ব‌্যবসায়ীরা নতুন পরিকল্পনার সাহাযে‌্য ব‌্যবসা পরিচালনার কথা ভাবতে পারেন। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অার্থিক উন্নতি বৃদ্ধি। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দিন। জীবনে নতুন বন্ধু আসতে পারে। তবে বন্ধু নির্বাচনের আগে সতর্কতা বাঞ্ছনীয়। নিজের ব‌্যক্তিগত জীবনে অন‌্যায়কে প্রশ্রয় দেবেন না।

মকর

capricornব‌্যবসায়ীদের অার্থিক অবস্থার উন্নতি। ব‌্যবসা বৃদ্ধির জন‌্য অল্প বিনিয়োগ করতে পারেন। এই সময় নিজের শরীরের দিকে নজর দিন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপরে করবেন না। বহুদিন ধরে চলা দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য ব‌্যবসায় উন্নতি। বন্ধুকে ধার দেওয়া অর্থ ফেরত চাইতে গিয়ে সম্পর্কের অবনতি। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি লাভ করতে পারেন। ভাইবোনদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়বেন না। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। সপ্তাহের মধ‌্যভাগে মাতৃস্থানীয়া কারও অসুস্থতার জন‌্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে।

কুম্ভ

aquariusসরকারি কর্মচারীদের জন‌্য সপ্তাহটি শুভ। বন্ধুবান্ধবের মধে‌্য নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরিবারে কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। ব‌্যবসায় এখনই অতিরিক্ত বিনিয়োগ করবেন না। সন্তানের সরকারি চাকরির পরীক্ষায় সাফল‌্য আসবে। শেয়ার বা লটারিতে হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ‌ করা গেলেও এই সময় আর্থিক উন্নতি খুব একটা হবে না। বয়স্করা অনিদ্রাজনিত রোগে কষ্ট পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক বাবা-মার দায়িত্ব নেওযার ব‌্যাপারে নিজের ভাই-বোনদের সঙ্গে অালোচনা করুন। জমি-বাড়ি ক্রয়ের ব‌্যাপারে অত‌্যন্ত সাবধানে বিনিয়োগ করুন।

মীন

piscesপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকাংশে আর্থিক উন্নতি লক্ষ‌ করা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পরিবারে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিন। লৌহ ও ইস্পাত ব‌্যবসায় অতিরিক্ত মুনাফা পাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। পৈত্রিক সম্পত্তিতে বেআইনি দখলদারদের জন‌্য আইনি ব‌্যবস্থা নিতে হতে পারে। ব‌্যবসায়ীদের ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। উচ্চশিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীদের জন‌্য সময়টি শুভ। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব‌্যক্তির জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ