Advertisement
Advertisement
birth number 3

৩ আর ১ জন্মসংখ্যার অধিকারীরা রাজযোটক! বাকিদের সঙ্গে মিলমিশ কেমন?

৩ জন্মসংখ্যার জাতকদের রুলিং প্ল্য়ানেট অর্থাৎ পরিচালনা করে বৃহস্পতি।

Who is most compatible with birth number 3
Published by: Paramita Paul
  • Posted:June 14, 2025 5:22 pm
  • Updated:June 14, 2025 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম-বিয়ে বা বন্ধুত্ব তিন ক্ষেত্রেই সমমনভাবাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। জেন জি (Gen Z)-র ভাষায়, যে কোনও সম্পর্কে ‘ভাইব ম্যাচ’ হওয়া ভীষণ দরকার। কারও জন্য মনের টান তৈরি হয়ে যাওয়া বা কারোর জন্য এক্সপেকটেশন তৈরি হয়ে যাওয়ার পর সম্পর্কের সুতোয় টান পড়লে মন ভাঙে। ডিপ্রেসন আসে। তাহলে কীভাবে বুঝব কে বন্ধু, কার সঙ্গে ‘ভাইব ম্যাচ’ করবে? সম্পর্কের এই জটিল রসায়ন বুঝে ওঠা বেশ কঠিন। তবে জন্মসংখ্যা কিছুটা হলেও কঠিন অঙ্ক সহজ করতে পারে। আসুন আজ জেনে নেওয়া যাক, ৩ জন্মসংখ্যার জন্য কারা আর্দশ বন্ধু। কে-ই বা চিরশত্রু।

 

জ্যোতিষশাস্ত্র বলছে, ৩ জন্মসংখ্যার জাতকদের রুলিং প্ল্য়ানেট অর্থাৎ পরিচালনা করে বৃহস্পতি। এরা ভীষণ সচেতন। সমঝোতায় বিশ্বাসী। এরা হঠকারি স্বভাবের একদমই নন, বরং বিবেচনা করে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। এরা খুব ধার্মিক স্বভাবের। সু-পরামর্শদাতা। যদি আপনি কোনও বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে চোখ বন্ধ করে ৩ জন্ম সংখ্যার জাতকদের দ্বারস্থ হতে পারেন। ওরা আপনাকে সঠিক পথ দেখাবে।

 

 

৩ জন্মসংখ্যার জাতকদের জন্য আদর্শ বন্ধু বা জীবনসঙ্গী হতে পারে ১ জন্মসংখ্যার অধিকারীরা। কারণ, দুজনেরই আত্মবিশ্বাস, প্রতিপত্তি এবং জীবনের লক্ষ্য প্রায় একইরকম। ২ জন্মসংখ্যার অধিকারীর সঙ্গেও তাঁদের মিলমিশ ভালোই। ৩ এবং ৫-এর বন্ধুত্ব দারুণ। ইতিবাচক মনোভাবের হয় এই জুটি। ৭ এবং ৩ উলটো স্বভাবের হলেও (৭-অন্তর্মুখী এবং ৩-বর্হিমুখী) দারুণ জুটি। সম্পর্কের ভারসাম্য় থাকে। ৮-এর সঙ্গে ৩-এর অন্তর্দ্বন্দ্ব থাকে। তবে কাজের ক্ষেত্রে এই জুটির জুড়ি মেলা ভার। সৃজনশীল এবং লক্ষ্য়পূরণে অদম্য জেদের মিশ্রণ। ভারসাম্য বজায় রাখতে পারলে সাফল্য পায় সহজেই। জন্মসংখ্যা ৯-এর সঙ্গেও ৩-এর জুটিও দারুণ।

 

 

শত্রু সংখ্যা: ৬-এর সঙ্গে তিন জন্মসংখ্যার জাতকদের বৈসাদৃশ্য প্রচুর। ফলে দুজনের জুটি বাঁধা বেশ কঠিন। তবে কিছু কিছু ক্ষেত্রে দুজন-দুজনের পরিপূরক হয়ে ওঠে।

[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement