Advertisement
Advertisement
Birth Number 4

আপনি ৪ জন্ম সংখ্যার জাতক? সংখ্যাতত্ত্বের হিসেবে চিনে নিন আদর্শ সঙ্গীকে

সাবধান থাকতে হবে কাদের থেকে?

who is most compatible with birth number 4
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 18, 2025 2:34 pm
  • Updated:June 18, 2025 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাতেই লুকিয়েই জীবনের সব হিসেব নিকেশ। জন্ম সংখ্যাই বলে দেয় আপনার শত্রু কে। কার সঙ্গেই বা জমবে পার্টনারশিপ। চলুন আজ জেনে নেওয়া যাক, ৪ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ সঙ্গী কারা, কার থেকে খানিকটা দূরে থাকলেই মঙ্গল। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৪ জন্ম সংখ্যার জাতকরা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। এরা সৃজনশীল। নিজের ভিতরের গুণগুলো খোঁজে উলটো দিকের মানুষের মধ্যে। তবে সম্পর্কে স্থিরতা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ৪ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ বন্ধু বা জীবনসঙ্গী হতে পারে ১, ৫ ও ৬-এর জাতকরা। কারণ ১ ও ৪, উভয়েই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মান। দুজনেই স্বাধীনচেতা। ৫ ও ৪ -এর জাতকরা ভীষণ কমিউনিকেটিভ। তাই এরা একে অপরের পার্টনার হলে মন্দ হয় না। তবে ৪ ও ৬-দাম্পত্য সেরা। এই দুই জন্ম সংখ্যার জাতকরা ঘর বাঁধলে জীবন থাকবে ব্যালান্সড। জীবনের গাড়ি দৌড়বে স্বাভাবিক গতিতে। তবে ২, ৭ ও ৮ জন্ম সংখ্যার জাতকরাও ৪-এর জন্য ঠিকঠাক। দু’জনই চার জন্ম সংখ্যার জাতক হলেও সমস্যা নেই। তবে উভয়েই সমমনস্ক হওয়ায় অশান্তি, মন কষাকষি লেগেই থাকবে। একটু মানিয়ে নিতে পারলে সুন্দর হবে জীবন। 

Editorial on Days of love

শত্রুসংখ্য়া
তথ্য বলছে, ৪ ও ৩ জন্ম সংখ্যার জাতকদের জুটি না বাধাই ভালো। তবে ব্যতিক্রমও রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দুজন-দুজনের পরিপূরক হয়ে ওঠে। কারও কারও দাবি, ৬, ৯ ও ২-এর সঙ্গেও ৪-এর জুটি খুব একটা ইতিবাচক নয়।

[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement