সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাতেই লুকিয়েই জীবনের সব হিসেব নিকেশ। জন্ম সংখ্যাই বলে দেয় আপনার শত্রু কে। কার সঙ্গেই বা জমবে পার্টনারশিপ। চলুন আজ জেনে নেওয়া যাক, ৪ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ সঙ্গী কারা, কার থেকে খানিকটা দূরে থাকলেই মঙ্গল।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৪ জন্ম সংখ্যার জাতকরা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। এরা সৃজনশীল। নিজের ভিতরের গুণগুলো খোঁজে উলটো দিকের মানুষের মধ্যে। তবে সম্পর্কে স্থিরতা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ৪ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ বন্ধু বা জীবনসঙ্গী হতে পারে ১, ৫ ও ৬-এর জাতকরা। কারণ ১ ও ৪, উভয়েই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মান। দুজনেই স্বাধীনচেতা। ৫ ও ৪ -এর জাতকরা ভীষণ কমিউনিকেটিভ। তাই এরা একে অপরের পার্টনার হলে মন্দ হয় না। তবে ৪ ও ৬-দাম্পত্য সেরা। এই দুই জন্ম সংখ্যার জাতকরা ঘর বাঁধলে জীবন থাকবে ব্যালান্সড। জীবনের গাড়ি দৌড়বে স্বাভাবিক গতিতে। তবে ২, ৭ ও ৮ জন্ম সংখ্যার জাতকরাও ৪-এর জন্য ঠিকঠাক। দু’জনই চার জন্ম সংখ্যার জাতক হলেও সমস্যা নেই। তবে উভয়েই সমমনস্ক হওয়ায় অশান্তি, মন কষাকষি লেগেই থাকবে। একটু মানিয়ে নিতে পারলে সুন্দর হবে জীবন।
শত্রুসংখ্য়া
তথ্য বলছে, ৪ ও ৩ জন্ম সংখ্যার জাতকদের জুটি না বাধাই ভালো। তবে ব্যতিক্রমও রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দুজন-দুজনের পরিপূরক হয়ে ওঠে। কারও কারও দাবি, ৬, ৯ ও ২-এর সঙ্গেও ৪-এর জুটি খুব একটা ইতিবাচক নয়।
[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.