সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই সংখ্যার খেলা। সংখ্যায় লুকিয়ে বর্তমান-ভবিষ্যৎ। এই জন্ম সংখ্যাই বলে দেয় আপনি কেমন মানুষ, কারা আপনার জন্যে আদর্শ। চলুন আজ জেনে নেওয়া যাক ৯-এর জাতকদের শত্রু ও মিত্রসংখ্যা।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৯ জন্ম সংখ্যার জন্য আদর্শ তিনটি সংখ্যা। সেগুলো হল ৩, ৬ ও ৯। জানা যাচ্ছে, ৯ ও ৩, এই দুই সংখ্যার জাতকরাই অত্যন্ত সৃজনশীল। এদের চিন্তাভাবনা, জীবনদর্শন একই রকম। তাই বন্ধুত্ব হোক বা প্রেম, এরা একে অপরের জন্য আদর্শ। এদের পারস্পারিক বোঝাপড়া খুব ভালো হয়। ৬ এর সঙ্গে ৯ জন্ম সংখ্যার জাতকদের জুটিও বেশ ভালো। তবে যদি আপনি ৯-এর জাতক হন, তাহলে আপনার জন্য আদর্শ একই সংখ্যার ব্যক্তিরা। দুই ৯-এর জাতকদের পার্টনারশিপ হয় দুর্দান্ত।
শত্রুসংখ্য়া
বন্ধুর তুলনায় ৯-এর শত্রুসংখ্যাই বেশি। ১ জন্মসংখ্যার জাতকরা বস্তুবাদী। সেখানে ৯-এর জাতকরা মানবতাবাদী। এদের খুব একটা মতের মিল হয় না। ২ ও ৯-এর মধ্যে সম্পর্ক টক, ঝাল, মিষ্টি। আদর্শ যেমন বলা যায় না, তেমন বহু ক্ষেত্রে মানিয়ে নিতে পারলে সমস্যাও হয় না। ৯ ও ৪ এর মধ্যে সমস্যা হল, এরা একেবারেই একে অপরকে বোঝে না। ফলে এদের মধ্যে বন্ধুত্ব বা সফল প্রেম খুব একটা দেখা যায় না। ৭ ও ৮ এর সঙ্গেও সম্পর্কে না জড়ানোই ভালো ৯ জন্ম সংখ্যার জাতকদের। তবে এর ব্যতিক্রমও রয়েছে বহু। মেনে ও মানিয়ে নিয়ে চলতে প্রস্তুত থাকলে যে কোনও জন্ম সংখ্যার জাতকের সঙ্গেই জড়াতে পারেন সম্পর্কে।
[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৭, ১৬, ২৫ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৭।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.