সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলছে ভারতীয় ধর্মগুরুর ৬০০ বছর ভবিষ্যদ্বাণী! ধেয়ে আসছে পারমাণবিক যুদ্ধ! ধ্বংস হতে পারে পৃথিবীর বিরাট জনসংখ্যা। এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন ওড়িশার সনাতন ধর্মপন্থী স্বামী অচ্যুতানন্দ। নিজের ‘ভবিষ্যমালিকা’ গ্রন্থে লিখেছেন, আগামী তিন বছরের মধ্যে পরমাণু যুদ্ধ বাঁধতে পারে বিশ্বে। বর্তমান ঘটনাপ্রবাহ ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’র দিকেই ইঙ্গিত করছে।
ওড়িশার সনাতন ধর্মপন্থী স্বামী অচ্যুতানন্দ একাধিক বিষয় ভবিষ্যদ্বাণী করেছেন। এর মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত কথাবার্তাও! ছ’শতক আগে ‘ভবিষ্যমালিকা’ গ্রন্থে তিনি লিখেছেন, ২০২৫-২০২৮ সালের মধ্যে বিশ্বে পরমাণুযুদ্ধ বাঁধবে। কারণ হিসেবে স্বামী অচ্যুতানন্দের দাবি করেছেন, মীন রাশির সঙ্গে শনির অবস্থানগত সংযোগের ফলেই এটা ঘটবে। তাৎপর্যপূর্ণ হিসেবে, ২০২৫ সালের মার্চ মাসে শনি তার রাশিগত অবস্থান পরিবর্তন করেছে। তারপর থেকেই মধ্যপ্রাচ্য জ্বলছে যুদ্ধের গনগনে আগুনে। সংঘাতে জড়িয়েছে ইরান-ইজরায়েল। দিনরাত পরমাণু যুদ্ধের হুংকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছে, যে কোনওদিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে দুই রাষ্ট্র। সেই সংঘাতে জড়াতে পারে বিশ্বের অন্যান্য দেশগুলিও। এই আশঙ্কায় প্রকাশ করেছিলেন স্বামী অচ্যুতানন্দ।
উল্লেখ্য, ওড়িয়া ভাষায় রচিত ‘শাশ্বতসত্যে’র সংকলন ভবিষ্যমালিকা অত্যন্ত গোপন এবং পবিত্র। সেখানে ব্যাখ্যা রয়েছে, বিশ্বজুড়ে কীভাবে সনাতন ধর্ম ছড়িয়ে পড়বে। ক্রমশ আরও মহৎ জায়গায় উন্নত হবে এই ধর্ম। তাঁর ভবিষ্যদ্বাণী মিলে গেলে, ২০৩২ সাল নাগাদ সারা বিশ্বে সনাতন ধর্মেরই রমরমা দেখা দেবে! তবে তার আগে পরমাণুযুদ্ধ বাঁধলে, বিশ্ব আদৌ টিকে থাকবে? কে জানে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.