Advertisement
Advertisement

Breaking News

BNP

‘ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়’, সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির

বিএনপির সাফ কথা, এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়।

BNP not satisfied what yunus says about election

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 29, 2025 6:39 pm
  • Updated:April 29, 2025 6:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বছরের ডিসেম্বরেও যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, তা ফের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কথাতেই বেড়িয়ে গেল। কারণ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ২০২৬ সালের জুনের মধ্যে ভোট। এও স্পষ্ট করেছেন যে, এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐকমত্য তৈরি হয় তার উপর। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছে বিএনপি। তাদের সাফ কথা, এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। এখন কোনও সাংসদ নেই। সমস্যা হলে কার কাছে যাবেন? তাই সংস্কারটাও হোক, নির্বাচনও হোক। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলুন কবে ভোট হবে। বাংলাদেশ যেন গাজা না হয়। 

Advertisement

গত রবিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐকমত্য তৈরি হয় তার উপর। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে সঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। ইউনুসের এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, এই বছরও ভোট হচ্ছে না। আর খালেদা জিয়ার দল চায় ডিসেম্বরেই ভোট হোক।

এনিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, “আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। এমনিই রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নেই। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে কোনও সাংসদ নেই, সমস্যা হলে কার কাছে যাবেন। স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটাও হোক, নির্বাচনটাও হোক।”

এর আগে নির্বাচন নিয়ে ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনা একেবারেই সদর্থক হয়নি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সাফ জানিয়ে দেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই।” কয়েকদিন আগেই ইউনুস জানিয়েছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে। কিন্তু কোনও সুস্পষ্ট তারিখ জানাতে পারেননি। আর এনিয়েই ক্ষোভ বিএনপির। তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ