বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথধাম, রাজারহাটে দুর্গা অঙ্গনের পর শিলিগুড়িতে হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। শৈলশহর দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্দির পাহাড়ে পর্যটনের জোয়ার আনবে বলেই মত ওয়াকিবহল মহলের। মহাকাল মন্দির ঘোষণার পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরির কথাও জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। মমতা বলেন, “শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে।” এরপর তিনি বলেন, “করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।” অতএব নতুন মন্দির পেতে চলছে শিলিগুড়ি।
দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠে রাজারহাটে জমি চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন সেই কাজ অনেকটা এগিয়েছে। তিনি বলেন, “টেন্ডার ডাকা হয়েছে। আমি নকশা দেখেছি।” তারপরই তিনি মহাকাল মন্দির ঘোষণার কথা বলেন। আজ, বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের বাড়িতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.