শাহাজাদ হোসেন, ফরাক্কা: বাংলায় পাচারের ছক কষে অসম থেকে আনা হয়েছিল কোটি টাকার মাদক। কিন্তু শেষরক্ষা হল না। মুর্শিদাবাদের ফরাক্কায় এসটিএফের জালে ধরা পড়ে গেল তিন পাচারকারী। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা এক কেজি ১০ গ্রাম হেরোইন।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা মহম্মদ ফরমান, আলতাফ আলম এবং মহম্মদ আজিজ। দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত তারা। সম্প্রতি অসম গিয়েছিল তারা। পরিকল্পনা ছিল সেখান থেকে আনা বিপুল পরিমাণ মাদক ছড়িয়ে দেওয়া হবে বাংলার বিভিন্ন প্রান্তে। তবে গোপন সূত্র মারফত এই খবর পৌঁছে যায় এসটিএফের কাছে। এদিকে শনিবার গভীর রাতে ট্রেনে ফরাক্কা স্টেশনে নামে ধৃতরা। পুলিশের চোখে ধুলো দিতে সেখান থেকে বাসে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করে। সেই মতো ১২ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা সংলগ্ন পেট্রোল পাম্পের কাছের বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় তিনযুবক। সেখানেই তাদের হাতেনাতে ধরে ফেলে এসটিএফ ও ফরাক্কা থানার পুলিশ।
এবিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণ হেরোইন একসঙ্গে উদ্ধার হয়নি। এই দফায় উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য কোটি টাকা। ধৃতরা এত দামি হেরোইন কোথা থেকে পেল, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.