Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

লড়াই শেষ! বেঙ্গালুরুতে গ্যাস লিক করে অগ্নিদগ্ধে মৃত্যু মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিকের

বাকিদের শারীরিক অবস্থাও গুরুতর বলে খবর।

4 migrant workers from Murshidabad die in gas leak fire in Bengaluru

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 10, 2025 8:01 pm
  • Updated:October 11, 2025 3:32 pm   

কল্যাণ চন্দ, বহরমপুর: লড়াই শেষ! গ্যাস সিলিন্ডার লিক করে বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। ওই ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার ভোরবেলায়। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে সাতজন পরিযায়ী শ্রমিক। তাঁরা একটি ঘরেই থাকছিলেন। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘরের ভিতরেই ছিল গ্যাস সিলিন্ডার। সেই সিলিন্ডারের গ্যাস লিক করে ঘরের মধ্যে আগুন ধরে গিয়েছিল। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই সাতজন পরিযায়ী শ্রমিক। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই আজ, শুক্রবার মারা গেলেন চারজন। বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে খবর।

Advertisement

জখম শ্রমিকদের উদ্ধার করে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো গেল না চারজনকে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে তিনজনের বাড়ি বহরমপুর থানার নগ্রাজল পাঁচ পীরতলা এবং রাজধর পাড়া এলাকায়। তাঁদের নাম সাজিদুল শেখ, মিনারুল শেখ এবং জিয়াবুর শেখ। হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকার বাসিন্দা জাহিদ শেখেরও মৃত্যু হয়েছে। এই চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে খবর। এই কয়েকদিন লড়াই চালালেও শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হল। হাসপাতালে চিকিৎসাধীন অন্য তিন শ্রমিকের শারীরিক অবস্থাও গুরুতর বলে খবর।

মৃত্যুর খবর মৃতদের বাড়িতে জানানো হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর। আগামী কাল, শনিবার দেহগুলির ময়নাতদন্ত হবে। তারপর দেহ নিয়ে আসা হবে বাড়িতে। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকাগুলিতে। কান্নার রোল পরিবারগুলিতে। চার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক। দরিদ্র পরিবারগুলিকে প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ