প্রতীকী ছবি
স্টাফ রিপোর্টার: এমবিবিএসের আসন বাড়ল বাংলায়। এতদিন পশ্চিমবঙ্গের সব মেডিক্যাল কলেজ মিলিয়ে এমবিবিএসে আসন সংখ্যা ছিল ৫৭০০। নতুন করে ৪৭৪টি আসন যোগ হল। ফলে সংখ্যা বেড়ে এখন দাঁড়াল ৬১৭৪। ন্যাশনাল মেডিক্যাল কমিশন সূত্রে খবর, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
২০১১ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই রাজ্যে একাধিক মেডিক্যাল কলেজ খোলার বিষয়ে তৎপর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সময়ে তৈরি জেলার মেডিক্যাল কলেজগুলিতেই এই আসন বৃদ্ধি ঘটল। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়। স্নাতকস্তরের মেডিক্যাল পঠনপাঠনে, অর্থাৎ এমবিবিএসে সারা দেশে ন’হাজার আসন বেড়েছে। এই মুহূর্তে দেশে এমবিবিএসের মোট আসন সংখ্যা এক লক্ষ ২৬ হাজার ৬০০।
কোথায় কটি আসন বাড়ল? উল্লেখ্য, বাংলায় ৪০টি সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো হয়। এর মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, এসএসকেএম কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজে আড়াইশোটি করে আসন রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, এগুলিতে আড়াইশোটি করে আসনই থাকবে। অপেক্ষাকৃত নতুন কয়েকটিতে আসন মেডিক্যালে আসন বৃদ্ধির ফলে খুশির হাওয়া ডাক্তারি পড়ুয়া মহলে। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন আসন বৃদ্ধির ফলে মেডিক্যাল শিক্ষার দরজা আরও বিস্তৃত হল। উল্লেখ্য ইতিমধ্যেই বঙ্গে দু’টি মেডিক্যাল কলেজ অনুমোদন পেয়েছে। একটি রানিগঞ্জ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। সেখানে রয়েছে ১০০টি আসন। অন্যটি পিকেজি মেডিক্যাল সায়েন্স সেখানে আপাতত ৫০টি আসন ধার্য করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.