অভিষেক চৌধুরী, কালনা: লোকসভা ভোট মিটতে না মিটতেই কালনার বিজেপি শিবিরে ভাঙন। কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবনের এক সভামঞ্চে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ ৫০-এরও বেশি কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শান্তি চাল, জেলা পরিষদের সদস্য আরতি হালদার-সহ অন্যান্যরা।
কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। ওই পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ১০৭ নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেন বিশ্বজিৎ মণ্ডল। রবিবার বিকালে ওই এলাকায় তৃণমূলের একটি সভা হয়। সেই সভায় তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ মণ্ডল-সহ বিজেপির কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, গত ৯ই জুন কালনা ২ নম্বর ব্লকে বিজেপির যুব মোর্চার-সহ সভাপতি-সহ ৫১ জন তৃণমূলে যোগদান করেন। তার পরই এদিনের এই যোগদানে স্বাভাবিকভাবেই চিন্তায় বিজেপি।
তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ মণ্ডলের কথায়, “নিউ মধুবনের উন্নয়নের স্বার্থে আমরা জোট বেঁধে তৃণমূলে যোগদান করেছি।” বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, “এলাকার উন্নয়ন করতে গেলে বিজেপিতে থেকে কিছু হবে না, তা বুঝতে পেরেই বিজেপির এক পঞ্চায়েত সদস্য তাদের কার্যকর্তাদের নিয়ে এদিন তৃণমূল কংগ্রেস যোগদান করেন।” ব্লক সভাপতি শান্তি চাল জানান, “তৃণমূলের উন্নয়নযজ্ঞে শামিল হতে এদিন বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৫২ জন তৃণমূলে যোগদান করেছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.