সুমন করাতি, হুগলি: বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়ায় বিজেপিতে বড়সড় ধস। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী, দলীয় কর্মী এবং সক্রিয় কার্যকর্তা-সহ মোট ৭০ জন যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চুঁচুড়ার বর্তমান বিধায়ক অসিত মজুমদার।
কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চল থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি বরাবরই ভালো ফল করেছে। বলা যায়, শাসকদল তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেন চুঁচুড়ার বিধায়ক নিজে। তারই ফসল এদিনের যোগদান। সদ্য তৃণমূলে যোগদানকারী কর্মীদের বক্তব্য অনুযায়ী, তাঁরা পূর্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিছু দলীয় মতানৈক্যের কারণে বিজেপিতে যোগ দিলেও, আদর্শগতভাবে তৃণমূলের সঙ্গে তাঁদের সংযুক্তি সবসময়ই বজায় ছিল। এখন সেই পুরোনো ঘরেই ফিরলেন তাঁরা।
এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক বলেন, “মানুষের আস্থা এবং উন্নয়নের পথে যাঁরা ফিরছেন, তাঁদের আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসই মানুষের প্রকৃত দল, সেটা আবারও প্রমাণিত হল।” অন্যদিকে, বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি এই যোগদানকে দলত্যাগীদের ‘স্বার্থান্বেষী সিদ্ধান্ত’ বলে ব্যাখ্যা করেছেন। সংগঠনের উপর এর প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের দলবদল নতুন কিছু নয়। তবে, কোদালিয়া ১ নম্বর অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এত বড় সংখ্যক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি দলবদলের ঘটনা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.