শেখর চন্দ্র, আসানসোল: থানায় ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতার। আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন রূপনারায়ণপুর ফাঁড়িতে ঢুকে পুলিশকে হুমকি দেয়।
বিজেপির অভিযোগ, “দলীয় এক কর্মীর বাড়িতে চড়াও হয়ে কয়েকজন তৃণমূল কর্মী মারধর করেছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না শুনে তাদেরকে ঘরছাড়া করার হুমকি দেয়। এমনকি স্থানীয় এক তৃণমূল নেতার নাম নিয়েও পুলিশ তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ।” এই ঘটনার কথা শুনেই অরিজিৎরা রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে পুলিশকে শাসানি দেয়।
যদিও শাসানির কথা অস্বীকার করে অরিজিৎ বলেন, “পুলিশকে তাদের কর্তব্য পালন মনে করিয়ে দেওয়ার জন্যই এই ব্যবহার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সালানপুর তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ আরমান বলেন, “পুলিশের উচিত আইনগত ব্যাবস্থা নেওয়া।” অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওয়েস্ট জাভেদ হোসেন জানান, থানায় ঢুকে যেভাবে তিনি কথা বলেছেন তাতে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.